New Vande Bharat Express Train: আবার নতুন বন্দে ভারত পাচ্ছে বাংলা! কোন রুটে চলবে? জেনে নিন বিস্তারিত।

বাংলাতে ইতিমধ্যেই রাজ করছে তিন তিনটি বন্দে ভারত ট্রেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে চালু হয়েছিল প্রথম বন্দে ভারত যার সংখ্যা বর্তমানে বেড়ে হয়েছে তিন।আরো এক সুখবর শোনা গেলো যা চতুর্থ বন্দে ভারতের ইঙ্গিত বহন করছে। কোন রুটে চলবে এই নতুন বন্দে ভারত? কি জানা যাচ্ছে রেলের তরফে? জেনে নিন।

ইতিমধ্যেই হাওড়া- নিউ জলপাইগুড়ি, নিউজলপাইগুড়ি-গুয়াহাটি, হাওড়া-পুরী -এই তিনটি রুটে চলছে বন্দে ভারত ট্রেন। পুজোর আগেই শোনা গেলো চতুর্থ বন্দে ভারত আসার। জানা যাচ্ছে, চতুর্থ বন্দে ভারত ট্রেন পেতে চলেছে বাংলা।

কোন রুটে চলবে চতুর্থ বন্দে ভারত ট্রেন?
জানা গেছে যে যে চতুর্থ বন্দে ভারত ট্রেনটি চলবে হাওড়া থেকে শুরু করে পাটনা পর্যন্ত। অর্থাৎ হাও়ড়া-পাটনা রুটে চলবে এই বন্দে ভারত ট্রেন।
জানা গিয়েছে যে ইতিমধ্যেই পাটনা-হাওড়া ও হাওড়া থেকে পাটনাগামী ট্রেনের ট্রায়াল রান সদ্য অগস্ট মাসের ৫ ও ১২ তারিখ সম্পন্ন হয়েছে। এবার শুধু যাত্রী চলাচলের অপেক্ষা।

কেমন হবে এই নতুন ট্রেনের গতি?

সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে পাটনা-হাওড়া বন্দে ভারত ট্রেন দুটি পাটনা থেকে হাওড়া যেতে মোট ৫৩৫ কিলোমিটার পথ অতিক্রম করবে। এই দূরত্ব অতিক্রম করতে লাগবে মাত্র ৬ ঘণ্টা ৩০ মিনিট। অর্থাৎ এবার বন্দে ভারতে চেপেই বিহার পৌঁছে যাবেন ৬ ঘণ্টা ৩০ মিনিটে।

গতিবেগ:
এই ট্রেনের গতিবেগ থাকবে ৯০ থেকে ১১০ কিলোমিটারের মধ্যে। যদিও বন্দে ভারতের গতিবেগ থাকে ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। তবে সেই গতিতে এটি চালানো হয় না।

কবে ট্রেন চালু হবে?

ট্রেনটি কবে থেকে তার যাত্রাপথ শুরু করবে তার এখনো নিশ্চয়তা নেই রেলের তরফে। এমনকি ট্রেনের স্টপেজগুলিও জানানো হয়নি।

এই প্রসঙ্গে বলে রাখি যে, পাটনা -হাওড়া বন্দে ভারত ট্রেন ছাড়াও যে নতুন বন্দে ভারত ট্রেন আসছে, তারমধ্যে রয়েছে, ইন্দোর- জয়পুর, জয়পুর-চণ্ডীগঢ়, পুরী-রাউরকেল্লা, পাটনা-হাওড়া বন্দে ভারত ট্রেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *