বর্তমান সময়ে পেট্রোল-ডিজেলের দাম অত্যাধিক বেড়ে চলেছে। ফলে পেট্রোল-ডিজেল চালিত গাড়ির তুলনায় বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা বেশ বাড়ছে। এই গাড়ির খরচ যেমন কম, তেমনি পরিবেশ বান্ধব। মানুষও বৈদ্যুতিক গাড়ির প্রতি বেশ আগ্রহ দেখাচ্ছে। ফলে গাড়ি নির্মাণকারী সংস্থা দারুণ দারুণ গাড়ি বাজারে লঞ্চ করছে। এর মধ্যে রয়েছে বৈদ্যুতিক স্কুটারও (Electric Scooter) । একইভাবে ওলা (Ola) একের পর এক নতুন মডেলের স্কুটার বাজারে এনে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। সম্প্রতি ওলা আরেকটি স্কুটার ভারতীয় বাজারে আনতে চলেছে, যা খুব কম দামে পাওয়া যাবেন আজকের প্রতিবেদন থেকে এই স্কুটারটি সম্পর্কে বিস্তারিত জানবেন। ওলা ইলেক্ট্রিক (Ola Electric) ভারতীয় বাজারে সস্তায় আনতে চলেছে তাদের ইলেকট্রিক স্কুটার ওলা এস১ এয়ার (Ola S1 Air) লঞ্চ।জানা যাচ্ছে, এই স্কুটারটির দাম শুরু হবে ৭৯,৯৯৯ টাকা থেকে। গাড়িটি সম্পর্কে বিস্তারিত তথ্য আগামী ডিসেম্বরে পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। স্কুটারটির বিশেষ বিষয় হলো, এতে রয়েছে মুভওএস ৩ সফটওয়্যার (MoveOS 3 Software)। যা বাড়িতে বসে আপডেট করা যাবে। এই বৈশিষ্ট্যের সঙ্গে আরও কিছু নতুন বৈশিষ্ট্য এই স্কুটারটিতে পাওয়া যাবে। এই প্রতিবেদন থেকে স্কুটারটির নতুন বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিন। মুভওএস ৩ সফটওয়্যার আপডেট হলে ২০টির বেশি ফিচার্স পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে প্রক্সিমিটি আনলক (Proximity Unlock) ও পার্টি মোডের (Party Mode) মত ফিচার্স। প্রক্সিমিটি আনলক এটি বিশেষ ফিচার্স। যার মাধ্যমে আপনি স্কুটারের কাছে আসা মাত্রই সেটি আনলক হয়ে যাবে, ম্যানুয়ালি লক বা আনলক করার প্রয়োজন হবে না। প্রসঙ্গত, ওলা এই প্রযুক্তির পেটেন্ট নিয়েছে। অন্যদিকে পার্টি মোডের মাধমে আপনি স্কুটারে ব্লুটুথের মাধ্যমে গান চালাতে পারবেন। এছাড়া গান বাজার সময়, গানের তালে তালে লাইটও জ্বলবে। মুভওএস ৩ সফটওয়্যারে আরো একটি বিশেষ সুবিধা রয়েছে, যার নাম ভাকাশন মোড (Vacation Mode)। এই সুবিধার মাধমে স্কুটার এনার্জি সেভিং মোড থাকার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, এই মোডের মাধমে ২০০ দিন পর্যন্ত স্কুটারের চার্জ সংরক্ষণ করে রাখা যাবে। এ ছাড়াও হাইপারচার্জিং (Hypercharging) নামে আরেকটি সুবিধা রয়েছে। এটি ব্যাবহারের মাধমে স্কুটারের চার্জিং স্পিড হবে প্রতি মিনিটে ৩কিমি। বিশেষ বিষয় হলো, হাইপারচার্জিংয়ের ফলে স্কুটারটি ১৫ মিনিটে ৫০ কিমি পর্যন্ত যেতে পারবে।