হোয়াটস্অ্যাপ ব্যবহার করেন? আপনার জন্য সুখবর! খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই আপডেটগুলি..


হোয়াটস্অ্যাপ (Whatsapp) ব্যবহার করেনা এরকম মানুষ এখন খুঁজে পাওয়া যাবেনা। প্রায় সকলেই ব্যবহার করেন এই অ্যাপটি। এই অ্যাপটি মূলত ব্যবহার হয় যোগাযোগের মাধ্যম হিসেবে। এই অ্যাপটিও গ্রাহকদের জন্য, তাঁদের সুবিধার্থে দিনের পর দিন বিভিন্ন আপডেট (Update) নিয়ে আসে। সেরকমই একটি বড়সড় আপডেট (Update) আসতে চলেছে শীঘ্রই!


যে সকল নতুন আপডেট আসতে চলেছে সেগুলি হলো-
১. হোয়াটস্অ্যাপে এবার আসতে চলেছে টেক্সট এডিটের (Text Edit) অপশন! অর্থাৎ এবার থেকে একটা টেক্সট পাঠানোর পরে সেটিতে কোনোরকম ভুল হয়ে থাকলে, ব্যবহারকারী সেটি ঠিক করার সুযোগ পাবেন এডিটের মাধ্যমে।


২. এখন হোয়াটস্অ্যাপ গ্রুপে আপাতত ৫১২ জন যুক্ত হতে পারেন কিন্তু এই আপডেট আসার পরে একটি গ্রুপে ১০২৪ জন যুক্ত হতে পারবেন। এতে যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হবে।


৩. ব্যবহারকারীরা এখন কোনো ছবি পাঠানোর সময় ‘ভিউ ওয়ান্স’ (View Once) অর্থাৎ মাত্র একবার দেখা যাবে এমন অপশন (Option) পান। কিন্তু এই ক্ষেত্রে কেউ ইচ্ছে করলে স্ক্রিনশট (Screenshot) নিয়ে রেখে দিতে পারেন। এবার এই ফিচারেও আসতে চলেছে বদল। নতুন আপডেটে, এই ‘ভিউ ওয়ান্স’ (View Once) অপশনে আর কেউ ইচ্ছে করলেও স্ক্রিনশট (Screenshot) তুলতে পারবেন না। বন্ধ হতে চলেছে এই সুযোগ এবার।


৪. কোনো ছবি বা ভিডিও ডকুমেন্ট (Document) হিসেবে পাঠানোর সময় কোনোরকম ক্যাপশন (Caption) লেখার ব্যবস্থা থাকেনা। এবার এই ফিচারেও আসতে চলেছে বদল। এবার থেকে লেখা যাবে ক্যাপশন (Caption)। যাতে ব্যবহারকারীদের বিশেষ সুবিধা হবে।


৫. হোয়াটস্অ্যাপ বিজনেস (Whatsapp Business) অ্যাপেও এবার আসতে চলেছে প্রিমিয়াম (Premium) ফিচার। এই সুবিধা পাবেন পেতে ব্যবহারকারীদের অল্প কিছু পরিমাণে অর্থব্যয় করতে হবে ও প্রিমিয়াম ( Premium) ফিচার পেতে পারবেন তাহলেই।


আপাতত এইসব ফিচারই আনতে চলেছে হোয়াটস্অ্যাপ (Whatsapp) যার মাধ্যমে অনেক সুবিধা পাবেন ব্যবহারকারীরা। আর কিছুদিনের অপেক্ষা মাত্র! খুবই তাড়াতাড়ি পেয়ে যাবেন চমকপ্রদ সব আপডেট!

Scroll to Top