এখনকার দিনে অন্যতম একটি মুখ্য আলোচনার বিষয় হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (artificial intelligence) , যাকে সংক্ষেপে বলা হয় AI !
এখনকার দিনে আমরা সার্চ ইঞ্জিন হিসেবে google কেই ব্যবহার করি। তবে আপনি যেন অবাক হবেন যে এমন একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ওয়েবসাইট আছে যেটি আপনাকে সব রকম ভাবে সাহায্য করতে পারবে যে কোন কাজে।
আজকে আমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়েবসাইটটির কথা বলছি সেটির নাম – OpenAi!
নরমাল গুগল সার্চ এর মাধ্যমে আপনি এই ওয়েবসাইটটির খোঁজ পেতে পারেন। বা এই ওয়েবসাইটের লিংক থেকেও আপনি ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন।
লিংক: openai.com
কি কি করতে পারবেন এই AI দিয়ে?
ধরুন আপনি কোন একজন বিখ্যাত গায়ক যেমন অরিজিৎ সিং এর ফ্যান। আপনি যদি এই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কে বলেন যে অরিজিৎ সিং এর নতুন গানের লিরিক্স লিখে দিতে তবে সে একটি নতুন লিরিক্স লিখে দেবে, যেমন ধরনের গান অরিজিৎ সিং গেয়ে থাকেন।
ধরুন আপনার ভাই বা বোনের স্কুলে নতুন একটি প্রজেক্ট দিয়েছে কোন কিছু সম্পর্কে রচনা লিখতে দেওয়ার।
আপনি যদি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে একটি রচনা লিখে দিতে বলেন উক্ত বিষয়ে তবে সে মুহূর্তের মধ্যে টাইপিং করে রচনাটি লিখে দেবে।
ধরুন আপনি আপনার উচ্চতা বাড়ানোর উপায় GOOGLE এ খুঁজছেন। GOOGLE আপনাকে অনেক ধরনের সলিউশন দেবে। কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে সঠিক উপায় বলবে বা যদি উপায় না থাকে সেটিও আপনাকে স্পষ্টভাবে জানিয়ে দেবে।
ধরুন আপনার একটি গল্প লিখতে ইচ্ছা করছে। আপনি যদি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে বলেন যে আপনার জন্য একটি গল্প লিখে দিতে উক্ত বিষয়ে, তবে সে মুহূর্তের মধ্যে আপনার জন্য একটি সুন্দর গল্প লিখে দেবে।
তবে এই বিষয়টিও মাথায় রাখতে হবে যে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টি বর্তমানে শুধুমাত্র ইংরেজি ভাষার উপরেই কাজ করতে পারে। বাংলা হিন্দি বা অন্যান্য ভাষার ওপরে এর আয়ত্ত এখনো হয়নি।
এই ওয়েবসাইটে ঢুকে আপনাকে আপনার মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্টার করতে হবে। তারপরেই আপনি সমগ্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটি ব্যবহার করতে পারবেন। বর্তমানে সারা বিশ্বের কয়েক লক্ষ মানুষ এই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স টি ব্যবহার করছেন।
ওয়েবসাইটে নির্মাতারা চান যে তারা এমন একটি ওয়েবসাইট তৈরি করবে, যেটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাত্রাকে অন্য স্তরে পৌঁছে দেবে। সমগ্র মানবজাতি যাতে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে সাহায্যপ্রাপ্ত হয় সেই দিকেই ওয়েবসাইট নির্মাতাদের লক্ষ্য।