বর্তমানে ভারতের অন্যতম জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হল হোয়াটসঅ্যাপ। দেশের কয়েক কোটি গ্রাহক হোয়াটসঅ্যাপ এপ্লিকেশনটিকোন ডকুমেন্ট ব্যবহার করে থাকেন। ছবি, ভিডিও বা পাঠানো থেকে শুরু করে ভয়েস কল, ভিডিও কল সহ একাধিক সুবিধা পাওয়া যায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে। কিছুদিন পরপরই হোয়াটসঅ্যাপের প্যারেন্ট কোম্পানি মেটার তরফ থেকে WHATSAPP এপ্লিকেশনে বেশ কিছু পরিবর্তন আনা হয়, যেগুলি গ্রাহকদের জন্য উপযোগী হয়।
সম্প্রতি WHATSAPP এ নতুন এমনই একটি আপডেট আনতে চলেছে সংস্থাটি।
মোবাইল ফোনের পাশাপাশি আমরা কম্পিউটারেও ওয়েব ভার্সনে হোয়াটসঅ্যাপটি ব্যবহার করতে পারি। এর জন্য প্রথমে WHATSAPP এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হয় সেখানে স্ক্রিনের উপর একটি কিউআর কোড আসে, সেই কোডটি মোবাইলের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে ঢুকে স্ক্যান করতে হয়।
তবে মোবাইল থেকে স্ক্যান করার ক্ষেত্রে অনেক সময় সমস্যার মধ্যে পড়েন গ্রাহকেরা। অনেক সময় গ্রাহকদের মোবাইল এবং কম্পিউটারের দূরত্ব বেশি হওয়ার জন্য স্ক্যান করা সম্ভব হয় না। আবার মোবাইলের ক্যামেরা কোন কারণে খারাপ থাকলে তখনও স্ক্যান করা সম্ভব হয় না হোয়াটসঅ্যাপ গ্রাহকদের জন্য। আর এই সমস্যা থেকে মুক্তি দিতেই নতুন পথ এনেছে হোয়াটসঅ্যাপ।
এই সমস্যা সমাধান করার জন্য কিউআর কোড এর বদলে ফোন নাম্বার ব্যবহার করার সিস্টেম চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ। খুব শীঘ্রই কম্পিউটারে whatsapp ব্যবহারের জন্য QR এর বদলে মোবাইল নম্বর ব্যবহার করার সুবিধাটি দেওয়া হবে সমস্ত গ্রাহকদের। বর্তমানে যে সমস্ত গ্রাহকরা বিটা প্রোগ্রামে আছেন, তারা এখন থেকেই এই সুবিধাটি নিতে পারছেন।
প্রথমে আঙুলের ছাপ বা পিন ব্যবহার করে পরিচয় যাচাই করতে হবে।
এরপর লিঙ্ক উইথ ফোন নাম্বার অপশনটি নির্বাচন করতে হবে হোয়াটসঅ্যাপের মধ্যে গিয়ে।
এরপর ফোন নাম্বার লেখার পর কম্পিউটারের পর্দাতে একটি আট অংকের কোড আসবে, সেই কোডটি মোবাইলে লিখলেই মোবাইলের হোয়াটসঅ্যাপটি কম্পিউটারের সাথে সংযুক্ত হবে। এবং কম্পিউটারে আপনি whatsapp ব্যবহার করতে পারবেন।