বর্তমান সময়ে প্রায় সকলেরই অন্তত একটি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আর্থিক লেনদেন করা সহজ হয়ে যায়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট আবার বিভিন্ন ধরনের হয়। সাধারণত বেশিরভাগ মানুষই সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট এবং স্যালারি অ্যাকাউন্ট খোলেন। বিভিন্ন অ্যাকাউন্টের বিভিন্ন সুবিধা রয়েছে। কিন্তু আপনি কি জানেন সেভিংস অ্যাকাউন্টে মানুষ কত টাকা রাখতে পারে? না জেনে থাকলে জেনে নিন।
আপাত ভাবে আমরা সেভিংস অ্যাকাউন্ট দিয়েই প্রধানত প্রচুর লেনদেন করে থাকি। এতে বেশিরভাগই টাকা জমা ও তোলার লেনদেন হয়। বেশিরভাগ মানুষ আবার এই অ্যাকাউন্টেই তাদের সঞ্চয় সেভিংস অ্যাকাউন্টে রাখেন।
কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় যে সেভিংস অ্যাকাউন্টে কত টাকা রাখতে পারবেন আপনি? তাহলে উত্তর হলো যে যতখুশি টাকা রাখা যাবে অর্থাৎ তার কোনও সীমা নেই। সেভিংস অ্যাকাউন্টে আপনি যত খুশি টাকা রাখতে পারেন।
তবে আপনাকে একটি বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে। আপনার সেভিংস অ্যাকাউন্টে জমা করা টাকা যদি ITR-এর আওতায় আসে, তাহলে আপনাকে সে সম্পর্কে তথ্য দিতে হবে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, কেউই সেভিংস অ্যাকাউন্টে এত টাকা রাখতে চান না, যে তা আয়কর রাডারের আওতায় আসে।
আইটি বিভাগ আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ জমার বিষয়ে জানে। Central Board of Direct Taxes যে কোনও ব্যাঙ্কের জন্য একটি আর্থিক বছরে ১০ লক্ষ টাকার বেশি নগদ জমার রিপোর্ট করা বাধ্যতামূলক করেছে।
১০ লক্ষ টাকার এই সীমা FD-তে নগদ টাকা জমা, মিউচুয়াল ফান্ড, বন্ড এবং শেয়ারে বিনিয়োগ এবং ভ্রমণকারীর চেক, ফরেক্স কার্ড ইত্যাদির মতো বিদেশি টাকা কেনার জন্যও প্রযোজ্য।
অর্থাৎ ভয় পাবেন না। যতখুশি টাকা রাখুন আপনার Savings Account এ। শুধু লক্ষ্য রাখবেন যে তা যেনো ১০ লক্ষর বেশি না হয়।