বর্তমানে প্রত্যেক বাড়িতেই রয়েছে একাধিক মোবাইল (Mobile)এবং প্রত্যেকটি মোবাইলের জন্যই প্রতি মাসে আলাদা করে রিচার্জ (Recharge) করা লাগে। বড়দের হয়তো ইন্টারনেট এবং এসএমএস কাজে লাগেনা, তবে তাদের সিম(SIM) চালু রাখাটা খুবই জরুরী। অনেক ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র সিম(SIM) চালু রাখতে গেলেই অনেক টাকা খরচ হয়ে যায় এক একটি পরিবারে।
গ্রাহকদের এই সমস্যার কথা ভেবে এয়ারটেল(Airtel) নিয়ে এসেছে একটি নতুন প্ল্যান, যেটি রিচার্জ(Recharge) করলে আপনারা ৮৪ দিনের জন্য নিশ্চিন্ত থাকতে পারবেন। তাছাড়া ৮৪ দিন ধরে পাবেন আনলিমিটেড কলিং, এসএমএস এবং ইন্টারনেটের সুবিধা। যে সমস্ত গ্রাহকেরা দীর্ঘমেয়াদি প্ল্যানের কথা চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য এই রিচার্জ(Recharge) প্ল্যানটি সবথেকে সেরা হবে।
৫জি পরিষেবা চালুর পর থেকে বিভিন্ন সিম(SIM) কোম্পানি গুলির মধ্যে শুরু হয়েছে এক বিশাল প্রতিযোগিতা। গ্রাহক টানার জন্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমভাবে অফার দিচ্ছে। অনেক গ্রাহকেরা এক সিম(SIM) কোম্পানি ছেড়ে অন্য সিম(SIM) কোম্পানির প্রতি আকৃষ্ট হচ্ছেন। বর্তমানে বাজারে এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং জিও এর প্রতিপত্তি সবথেকে বেশি। তবে এয়ারটেলের এই দীর্ঘমেয়াদি প্ল্যান গ্রাহকদের জন্য খুবই দরকারী একটি প্ল্যান।
এয়ারটেলের ৮৪ দিনের বৈধতার এই প্যাকটির মূল্য হল ৪৫৫ টাকা। একবার রিচার্জ (Recharge) করলে আপনারা ৮৪ দিনের জন্য নিশ্চিন্ত থাকতে পারবেন। এমনকি ৮৪ দিন শেষ হয়ে যাবার পরেও আপনার মোবাইলে ইনকামিং কল বজায় থাকবে কিছুদিনের জন্য।
কলিং(Unlimited Calling) এর সুবিধার কথা যদি বলতে হয়, তাহলে এই প্ল্যানটি রিচার্জ(Recharge) করলে আপনারা ৮৪ দিন আনলিমিটেড কলিং(Unlimited Calling) এর সুবিধা পাবেন। তাছাড়া পাবেন এসটিডি এবং রোমিং কল এর সুবিধা।
৮৪ দিনের বৈধতার এই প্যাকটি রিচার্জ(Recharge) করলে আপনারা পাবেন মোট ৯০০ টি এসএমএস। দৈনিক আপনারা ১০০ টি করে এসএমএস ব্যবহার করতে পারবেন। তবে দৈনিক লিমিট শেষ হয়ে যাওয়ার পর স্থানীয় এসএমএসের জন্য এক টাকা এবং এসটিডি এসএমএস এর জন্য অতিরিক্ত দেড় টাকা খরচ করতে হতে পারে।
এই প্যাকটি রিচার্জ (Recharge) করলে আপনারা পাবেন মোট ৬ জিবি ইন্টারনেট ডাটা। ডাটা প্যাকের লিমিট শেষ হয়ে যাবার পর প্রতি MB কিছু আপনাদের 50 পয়সা খরচ করতে হবে।