অন্যতম একটি দরকারি গেজেট হলো মিনি ফ্রিজ। ইউএসবি রেফ্রিজারেটরে একটি বদ্ধ দরজার সিস্টেম থাকে যেটি দীর্ঘ সময়ের জন্য পানীয় ঠান্ডা রাখার কাজে ব্যবহার করা হয়। এটিকে বহন করা খুবই সহজ এবং খুব সহজেই এটি ইলেকট্রিসিটির মাধ্যমে ব্যবহার করতে পারবেন। এই মিনি রেফ্রিজারেটরের প্রধান কাজ হল কোন কিছু শীতল করা এবং উষ্ণ করা।
যদি ঠান্ডা করার প্রসঙ্গে আসা হয়, তাহলে এই মিনি ফ্রিজটি তাপমাত্রা ৮ থেকে ৯° সেন্টিগ্রেড পর্যন্ত নামিয়ে আনতে পারে এবং যদি গরম করার প্রসঙ্গ হয় তাহলে এটি ৪০ থেকে ৬৫ ডিগ্রী সেন্টিগ্রেডে পৌঁছে দিতে পারে।
এই মিনি ফ্রিজটি প্লাস্টিক দিয়ে তৈরি। যেকোনো জায়গায় খুব সহজেই এই ফ্রিজটি আপনি বহন করতে পারবেন এবং এটি চালানোর জন্য শুধুমাত্র একটি পাওয়ার কর্ড দরকার হবে। ফ্রিজটি কেনার সময় আপনি একটি ম্যানুয়াল পাবেন।
মেশিনটি ব্যবহার করে আপনি কোন রকম কার্বনেটেড পানীয় বা ওই ধরনের তরল গরম করতে পারবেন না। এই মেশিনটিতে সরাসরি কোন তরল পদার্থ ঢালা যাবে না। যে কোনো রকম স্যাঁতসেঁতে জায়গা থেকে এই মেশিনটিকে দূরে রাখতে হবে। মেশিনটির ম্যানুয়াল এ বলা আছে যে মেশিনটিকে যেন ভেজা হাতে স্পর্শ না করা হয়। পাশাপাশি এই মেশিনটিকে যখন ব্যবহার করা হবে না , তখন এটির পাওয়ার সাপ্লাই বন্ধ রাখতে হবে। স্যাতসেতে জায়গার পাশাপাশি সূর্যের প্রখর রোদ থেকেও এই মেশিনটিকে দূরে রাখতে হবে।
ফ্ল্যাবিশ ইউনিভার্সাল 5V মিনি ফ্রিজটি ভারতের বাজারে বহুদিন ধরেই উপলব্ধ আছে, আপনি এটি আমাজনের মাধ্যমে কিনতে পারবেন। ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি তারিখ থেকে ভারতে এই মিনি ফ্রিজটি কিনতে পাওয়া যাচ্ছে। মডেল নম্বর হল PZIN68002646। সৃষ্টির ওজন প্রায় ১০০ গ্রাম। এটি একটি চাইনিজ কোম্পানির ফ্রিজ, যেটি ভারতের মার্কেটে বিক্রি হয়।
আপনারা যদি এই মিনি ফ্রিজটি কিনতে চান, তাহলে আমাজনে গিয়ে সার্চ করে এর বিষয়ে আরো বিশদ তথ্য জেনে নিতে পারেন।