পরীক্ষা ছাত্রজীবনের এক অমূল্য অংশ। স্কুলে ভর্তির পর থেকেই শুরু হয় এর পর্ব। পরীক্ষার মাধ্যমে কে কতখানি শিখতে পারলাম সেটাই বোঝা যায়। যত বড় হবেন তত জীবনের পরীক্ষার সাথে সাথে অ্যাকাডেমিক জীবনেও বড়ো পরীক্ষার সম্মুখীন হতে পারেন।
পরীক্ষা মানেই সবার কাছেই কঠিন। কিন্তু আপনি কি জানেন যে পৃথিবীতে সত্যিই এমন পরীক্ষা আছে যাতে উত্তীর্ণ হওয়া খুবই কঠিন? যার মধ্যে অনেকগুলি পরীক্ষা ভারতে নেওয়া হয়ে থাকে। তাহলে আসুন, এক ঝলকে দেখে নিন পৃথিবীর সবচেয়ে কঠিন 10 টি পরীক্ষা কোনগুলি। জানলে অবাক হবেন কথা দিলাম।
পৃথিবীর সবচেয়ে কঠিন পরীক্ষার তালিকা:
১) প্রথম স্থানে রয়েছে চিনের গাওকাও পরীক্ষা। নয় ঘন্টা ধরে এই পরীক্ষাটি দিতে হয়। প্রতি বছর প্রায় 12 লাখের বেশি প্রার্থী সংশ্লিষ্ট পরীক্ষায় বসেন।
২) দ্বিতীয় স্থানেই রয়েছে ভারতের আইআইটি, জেইই পরীক্ষা। ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার জন্য সংশ্লিষ্ট দুটি পরীক্ষাতে প্রস্তুতির জন্য সময় লাগে দুই বছর।
৩) তৃতীয় স্থানেই রয়েছে ইউপিএসসি। ভারতে সরকারি আইপিএস, আইএএস-এর মতো আমলা পদে চাকরির জন্য দিতে হয় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-এর পরীক্ষা। যার প্রস্তুতির জন্য সময় লাগে এক বছর।
৪) এরপরে রয়েছে ইংল্যান্ডের মীনসা পরীক্ষাটি।
৫) এরপরই যে পরীক্ষা দুটি দিতে পড়ুয়াদের কালঘাম ছোটে সেগুলি হল আমেরিকা কিংবা কানাডার জিআরই এবং সিএফএ। দুটি পরীক্ষাতেই পাশ করা বেশ কঠিন।
৬) কঠিন পরীক্ষার তালিকায় সাত নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সিসিআইই পরীক্ষা।
৭) এরপরে কঠিনতম পরীক্ষাগুলির মধ্যে রয়েছে ভারতের গেট পরীক্ষা। প্রায় 6 মাস সময় লাগে এই পরীক্ষাটির প্রস্তুতির জন্য। গেট হল একটি জাতীয় স্তরের পরীক্ষা যেথানে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার, সায়েন্স, কমার্স এবং আর্টস শাখায় বিভিন্ন স্নাতক প্রার্থীদের বিশদে পরীক্ষা নেওয়া হয়।
৮) দুনিয়ার দশটি কঠিন পরীক্ষার মধ্যে নবম ও দশম স্থানে রয়েছে আমেরিকার ইউএসএমএলই এবং
৯) ক্যালিফোর্নিয়া বার এক্সাম।