বর্তমানে সাধারণ স্কুটার এর চাহিদা যেমন বেড়েছে, তেমনি ইলেকট্রিক স্কুটার এর চাহিদাও বেড়েছে। পেট্রোল ডিজেল এর দাম বাড়ার পর থেকে মানুষজন ইলেকট্রিক স্কুটার এর দিকে ঝুঁকছেন। এতে খুব অল্প টাকার চার্জ দিয়েও অনেক দূরত্ব অতিক্রম করা যায়।
সম্প্রতি গ্রেটার নয়ডায় Auto Expo 2023 ইভেন্ট অনুষ্ঠিত হলো।সেখানে খুব সস্তায় লঞ্চ হলো Motovolt M7 ই-স্কুটার। এই প্রথম কোনো স্কুটারে রয়েছে আনলিমিটেড ব্যাটারির অফার।
চালকের সুবিধা এবং ব্যবহার এর কথা মাথায় রেখে এই ইলেকট্রিক স্কুটারটি কাস্টমাইজ়ড করা হয়েছে। মালপত্র রাখার জন্য স্কুটারের পিছন দিকে রয়েছে পার্পাজ-বিল্ট স্টোরেজ।এটি অনেকটা মাল বহন করতে সক্ষম।
এই স্কুটারে ডিটাচেবল পিলিয়ন সিট রয়েছে। এবং আছে একজোড়া রিমুভেবল ব্যাটারি। প্রত্যেকটির ওজন 10 Kg। চালানোর অভিজ্ঞতা সঞ্চয় করে রাখার জন্য এই ই-স্কুটারটি কানেক্ট করা যাবে Motovolt অ্যাপের সাথে। যেভাবে Smartwatch যুক্ত করা যায় অ্যাপ এর সাথে, সেভাবেই কাজ করবে এই অ্যাপ।
Motovolt M7 ই-স্কুটারে যে দুটো ১০ কিলোর ব্যাটারি দেওয়া হয়েছে, সেগুলি AIS 156 ফেজ 2 কমপ্লায়েন্ট।
সংস্থার তরফ থেকে বলা হয়েছে এই স্কুটারের ব্যাটারি ফায়ারপ্রুফ। অর্থাৎ তাতে কখনও আগুন ধরবে না। সেফটি কোশন্ট এর দিকও অনেকটা উন্নত করা হয়েছে এই স্কুটারে। বিগত কিছু মাসে দেশে অনেকগুলি ইলেকট্রিক স্কুটারে আগুন ধরার ঘটনা সামনে এসেছে। এই স্কুটারে সেরকম কোনো দুর্ঘটনা হবার সম্ভাবনা নেই।
জানা গিয়েছে যে, বাজারে অন্যান্য ই-স্কুটারগুলির থেকে Motovolt M7-এর দাম অনেকটাই কম। তবে নির্দিষ্ট করে কত দাম হতে পারে, সেই বিষয়ে এখনও জানায়নি প্রস্তুতকারক সংস্থাটি। কবে থেকে স্কুটারটি কেনা যাবে এবং ডেলিভারি শুরু হবে সে বিষয়েও কিছু জানায়নি প্রস্তুতকারক সংস্থাটি।