বর্তমান বাজারে ইলেকট্রিক স্কুটার এর ব্যাপক চাহিদা। বিভিন্ন নামিদামি কোম্পানির বাইক ছেড়ে মানুষ স্কুটারের প্রতি আকৃষ্ট হচ্ছেন। আজকে আপনাদের এই প্রতিবেদনের মাধ্যমে এমন একটি স্কুটারের ব্যাপারে জানানো হবে। জেনে নিন স্কুটার এর বিভিন্ন ফিচার , দাম এবং খুঁটিনাটি তথ্য।
বহু বছর পর LML ফিরে আসতে চলেছে বাজারে। জনপ্রিয় এই স্কুটার প্রস্তুতকারক সংস্থাটি ভারতে ফিরছে। প্রায় ৩০ বছর পর তাদের এই কাম ব্যাক। উত্তরপ্রদেশের নয়ডায় টায় অটো এক্সপো ২০২৩ অনুষ্ঠিত হলো। সেখানেই তাদের স্কুটারের এক ঝলক দেখানো হলো।
Auto Expo 2023-অনুষ্ঠানের দ্বিতীয় দিনে লোহিয়া মেশিনারি লিমিটেড প্রথম ই-স্কুটার LML Star-এর ঝলক প্রকাশ্যে এনেছে। এতে বিভিন্ন ফিউচারস্টিক ডিজাইন এবং অসাধারণ কিছু ফিচার দেওয়া হয়েছে। লুক এবং ডিজাইনের কারণে যা বহু মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।
ওই সংস্থা থেকে এই ইলেকট্রিক স্কুটারের বুকিং উইন্ডো ও খুলে দেওয়া হয়েছে। স্কুটার বুক করতে কাস্টমারদের কত টাকা খরচ হবে সেই ব্যাপারে কোন তথ্য জানায়নি ঐ সংস্থা। কেবলমাত্র অফিসিয়াল ওয়েবসাইট থেকেই ইলেকট্রিক স্কুটারটি বুক করতে পারবেন গ্রাহকরা।
এই স্কুটারে রয়েছে ৩৬০ ডিগ্রী ক্যামেরা। যার মাধ্যমে স্কুটারের সামনে এবং পিছনের সমস্ত গাড়িকে দেখা যাবে। এছাড়া হিল হোল্ড আসিস্ট, এন্টিলক ব্রেকিং সিস্টেম, ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ডিজিটাল ইন্সট্রুমেন্ট, টিউবলেস টায়ার ইত্যাদি ফিচার রয়েছে এই স্কুটারে। এই সেগমেন্টের এটিই প্রথম কোন ই স্কুটার যেখানে ৩৬০ ডিগ্রি ভিউ এর ক্যামেরা রয়েছে।
ফিউচার টেকনোলজি ডিজাইন থাকার কারণে দেখতে অসাধারণ এই স্কুটারটি। স্কুটারটিতে এলইডি লাইট যুক্ত করা হয়েছে। স্কুটারের সামনে দিকে গোল আকারের লাইট এবং গোল আকারের প্রজেক্টর লাইটও লাগানো হয়েছে।
স্কুটারের সামনে এবং পিছনে দুই চাকাতেই ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে।10 ইঞ্চির অ্যালয় চাকা রয়েছে এই স্কুটারে।
এই স্কুটারটি ভারতের বাজারে এলেই টিভিএস, বাজাজ ইত্যাদি কোম্পানি গুলির সাথে জোরদার মোকাবিলা হবে। দাম সম্পর্কে এখনো কিছু জানানো না হলেও ধারণা করা যাচ্ছে যে স্কুটারটির দাম হতে পারে এক লক্ষ টাকা।
আরো জানানো যাচ্ছে যে এই স্কুটারটির এক কিলোমিটার যেতে খরচ হবে মাত্র বাইশ পয়সা।
দাম এবং অসাধারণ ফিচারের কারণে বহু মানুষের নজর কেড়েছে এই LML স্কুটার। ভারতের বাজারে এলে ধরে নেওয়া যাচ্ছে যে বহু মানুষ এই স্কুটারটি কেনার চেষ্টা করবেন।