২৪ টাকায় আনলিমিটেড ডাটা দিচ্ছে ভোডাফোন আইডিয়া, ৪৯ টাকায় সারাদিন।

বর্তমানে ভারতের টেলিকম সংস্থাগুলি শীর্ষে রয়েছে এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং জিও সংস্থাগুলি নতুন গ্রাহক টানার জন্য মাঝেমাঝেই বিভিন্ন রকম অফার এবং প্যাক লঞ্চ করে থাকে। সম্প্রতি ভোডাফোন আইডিয়ার পক্ষ থেকে এমনই দুটি প্যাক লঞ্চ করা হলো, যা জানলে গ্রাহকেরা অবাক হয়ে যাবেন।

দুটি প্যাকের নাম দেওয়া হয়েছে যথাক্রমে ‘সুপার হাওয়ার’ এবং ‘সুপার ডে’ ডেটাপ্যাক। একদম অল্প টাকায় আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

ভোডাফোন আইডিয়া সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের লঞ্চ করা দুটি প্যাকের(Super Pack) মাধ্যমে উপকৃত হবেন কিশোর কিশোরী, যুবক-যুবতী এবং ছাত্রছাত্রীরা। অনেক সময় গ্রাহকরা নির্ধারিত সময়ের আগেই তাদের দৈনিক ডাটা শেষ করে ফেলেন। পরবর্তীকালে কোন কাজের জন্য ইন্টারনেট বা ডাটা অবশিষ্ট থাকেনা। তখন তাদেরকে সমস্যার মধ্যে পড়তে হয়। সময়ের আগে ডাটা শেষ হয়ে যাওয়া গ্রাহকদের ক্ষেত্রে এই প্যাক দুটি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে।

‘সুপার হাওয়ার’ ডেটাপ্যাক:

সুপার হাওয়ার’ ডেটাপ্যাকে মোট খরচ পড়বে ২৪ টাকা। ডেটাপ্যাকের ভ্যালিডিটি হল ৬০ মিনিট। এই সময়ের মধ্যে গ্রাহকরা আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। অর্থাৎ মাত্র ২৪ টাকা দিয়ে আপনারা এক ঘন্টায় যত খুশি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

‘সুপার ডে’ ডেটাপ্যাকের:

সুপার ডে’ ডেটাপ্যাকের ভ্যালিডিটি ২৪ ঘণ্টা। ৪৯ টাকা দিয়ে রিচার্জ করে ডেটাপ্যাক ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। এই প্যাকের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন ৬ জিবি অতিরিক্ত ডাটা।

তবে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই দুটি প্যাক লঞ্চ করলে শুধুমাত্র ইন্টারনেটের সুবিধা পাওয়া যাবে। আলাদা করে কলিং বা এসএমএস এর কোন রকম সুবিধা পাওয়া যাবে না।

তবে এই ডেটা পাকের সাহায্যে গ্রাহকরা ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন, অনলাইনে সিনেমা দেখতে পারবেন এবং আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন।

Scroll to Top