গত কিছুদিন থেকেই পশ্চিমী বাতাসে শিরশিরানী। উত্তুরে হাওয়া জানান দিচ্ছে শীত আসার। আবহাওয়াবিদরাও জানাচ্ছিলেন যে পারদ নামছে দ্রুত। হঠাৎ করেই এই আবহাওয়া বদলে সর্দি-কাশি ও হালকা জ্বরও শুরু হয়েছে ঘরে ঘরে। তবে শীত এসে গেছে কিনা সেই প্রসঙ্গে উত্তরে ‘না’ই বলেছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েকদিনে কলকাতাসহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে এখনো শীতের দেখা মিলবেনা। তাপমাত্রার (Temperature) পারদও খুব একটা নামবে না। এ কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দোপাধ্যায় (Sanjib Bandopadhyay) জানিয়েছেন যে, আগামী অন্তত পাঁচদিন উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া (Weather) প্রধানত শুস্ক থাকবে। তবে দার্জিলিং ও কালিম্পং-এ আগামী দুই থেকে তিনদিন হালকা বৃষ্টির (Drizzling Rain) সম্ভাবনা আছে যদিও তাতে তাপমাত্রার পরিবর্তন তেমন ঘটবে না। অন্যদিকে দক্ষিণবঙ্গে তাপমাত্রার হেরফের ঘটবে না আবার বৃষ্টিরও সম্ভাবনা নেই।
তিনি আরো জানান যে, গত কয়েকদিনে সত্যিই কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই নেমে গেছে যে কারণে শীতের অনুভব হচ্ছে। গ্রামাঞ্চলে শীতও পরে গেছে অনেক জায়গায়। তবে এর মধ্যেই শীতের আগমনের সম্ভাবনা নেই বলেই জানান তিনি।
অর্থাৎ বলা যেতেই পারে যে এখনই শীত আসছে না।