বিশ্ব সারমেয় দিবস (International Dog Day): জীবনের সবচেয়ে বিশ্বাসযোগ্য বন্ধুদের প্রতি রইল আজকের দিনের শুভেচ্ছা

‘বন্ধু বিনে প্রাণ বাঁচে না..’ ‘বন্ধু’ , ছোট্ট একটি শব্দবন্ধ হলেও কিন্তু, এটি বহন করছে ‘আরও বেঁধে বেঁধে থাকা’র বিশালতা। সকলে কিন্তু বন্ধু হয়ে উঠতে পারেন না, সকলের বন্ধু থাকেন না। কিন্তু যাঁদের একটি চারপেয়, অবলা পোষ্য থাকে! তাঁরা কিন্তু সুখের দিক দিয়ে বেশ ধনী হন। চারপেয় পোষ্য বন্ধু বলতেই মনে পড়ে সারমেয় গোষ্ঠীর কথা! দশ বারো বছরের অল্প জীবনে, একটু আদর পেলেই তাঁরা যেন স্বর্গ সুখ পায়। তাঁরা কখনও করে না কোনও বিশ্বাসঘাতকতা। উপরন্তু, তাঁদের তুলনায় তথাকথিত উৎকৃষ্ট প্রাণী মানুষকে, তাঁরা বিশ্বাসযোগ্য হয়ে ওঠার যেন শিক্ষা দান করে যায়..
পশু কল্যাণ অ্যাডভোকেট, তথা সারমেয় সংরক্ষক এবং লেখক কলেন পেইজ ২০০৪ সালে, ২৬ আগস্ট দত্তক নেন ‘সেলটি’ কে। ‘সেলটি’ ই ছিল তাঁদের প্রথম পোষ্য সন্তান। ‘সেলটি’ র ঘরে পা রাখার দিনটিকেই আন্তর্জাতিক সারমেয় দিবস হিসেবে পালন করা হয়।

প্রভু ও সারমেয়

আজকের দিনটি ভালোবেসে এবং ভালোবাসায় ভালো থাকার দিন। বাড়িতে এমন একজন ‘বন্ধু’ থাকলে কিন্তু বাড়ির পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত। সারাদিন দুষ্টু মিষ্টি মুহূর্তে তাঁরা মাতিয়ে রাখে বাড়ির প্রতি মানুষকে। এমন বিশ্বস্ত বন্ধুর জন্য তাই আজকের দিনটি উৎসর্গ করা হয়। ভালো থাকুক তাঁরা, যাঁরা নিজেরটুকু কক্ষণো না ভেবে ঢাল হয়ে দাঁড়ায় মালিকের, ভালো থাকুক তাঁরা যাঁরা বিশ্বাসযোগ্যতার দিক দিয়ে মনুষ্যত্বকেও হার মানায়, ভালো থাকুক তাঁরা যাঁরা একবার ভালোবাসা পেলে মনে রাখে আজীবন! আমাদের পক্ষ থেকে সকল সারমেয়র প্রতি রইল আজকের দিনে, ভালো থাকার শুভেচ্ছা!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *