জন্ম তারিখ হোক বা অন্য কিছু, প্রত্যেকের জীবনেই থাকে স্পেশাল কিছু সংখ্যা। আর সেই সংখ্যা মিলিয়েই আপনি নিতে পারেন নতুন জিওর সিম। সম্প্রতি এমনই একটি নতুন সুবিধা নিয়ে হাজির হলো রিলায়েন্স জিও( Reliance jio) সংস্থা।
ভারতে টেলিকম বাজারের সবথেকে বেশি গ্রাহক নিয়ে রাজত্ব করছে মুকেশ আম্বানির(Mukesh Ambani) রিলায়েন্স জিও সংস্থা। বর্তমানে ভারতের ৪০ কোটির বেশি গ্রাহক জিও সিম ব্যবহার করে থাকেন। মাঝে মাঝে এই কোম্পানির তরফ থেকে গ্রাহকদের কথা মাথায় রেখে বিভিন্ন রকম অফার লঞ্চ করা হয়। তবে সম্প্রতি বিশেষ নম্বর(special jio number by Reliance jio) নিয়ে রিলায়েন্স এর এই উদ্যোগ অনেকের জন্যই স্পেশাল হতে পারে।
রিলায়েন্স জিও সংস্থার তরফ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে গ্রাহকদের জন্ম তারিখ বা অন্যান্য কোন স্পেশাল সংখ্যা দিয়ে তাদের মোবাইল নম্বর বেছে নিতে পারবেন। নিজের পছন্দমত নম্বর পাওয়ার জন্য গ্রাহকদের খরচ করতে হতে পারে খুবই সামান্য টাকা। এখনো পর্যন্ত রিলায়েন্স জিওর বেশিরভাগ গ্রাহক নতুন এই সুবিধাটি সম্পর্কে জানেন না।
নতুন এই পরিষেবাটির নাম দেওয়া হয়েছে Jio VIP Number। এখানে গ্রাহকদের মনের মত নম্বর বেছে নেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। তবে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত সব কটি সংখ্যা নিজের মত বেছে নিতে পারবেন না। শেষ চারটি বা শেষ ছয়টি সংখ্যা আপনি আপনার পছন্দমত বেছে নিতে পারবেন(You Can Choose 4 Or 6 Digit Personalized Mobile Number)।
নম্বরগুলি পাওয়ার জন্য প্রথমে আপনাকে অনলাইন থেকে সেগুলি বুক করে রাখতে হবে।
https://www.jio.com/selfcare/choice-number/ ওয়েবসাইট থেকে পছন্দের নম্বর বুক করার অপশন পাওয়া যাবে। তবে নম্বর বুক(Jio Prepaid Number Booking) করার আগে আপনার নাম, কন্টাক্ট নম্বর এবং পিন কোড দিতে হবে। তাছাড়া আপনি কেমন ধরনের পছন্দের নম্বর চান, সেই বিষয়টিও জানাতে হবে এই ওয়েবসাইটে।
মনের মত নম্বর পাওয়ার জন্য গ্রাহকদের খরচ করতে হবে ৪৯৯ টাকা। সংস্থার তরফ থেকে আপনাকে নম্বরের যে তালিকা দেওয়া হবে সেখান থেকে আপনার পছন্দমত নম্বরটি বেছে নেবার পর পেমেন্ট অপশনে যেতে হবে এবং পেমেন্ট করার ২৪ ঘন্টার মধ্যে আপনার নম্বরটি একটিভ করে দেওয়া হবে।