LPG Gas এর দাম আকাশছোঁয়া, বিশ্বের বাজারের তুলনায় সত্যই কি ভারতে LPG Cylinder এর দাম বেশি

ভারতে দিন দিন জ্বালানি দ্রব্যের দাম বেড়ে চলেছে, যার জন্য সাধারণ মানুষ অনেকটাই ভোগান্তিতে পড়ছেন। তবে আপনারা জানলে অবাক হবেন যে বিশ্বের অন্যান্য দেশগুলি তুলনায় ভারতে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস সিলিন্ডারের( LPG Cylinder) দাম কম। কানাডায় একটি এলপিজি সিলিন্ডারের দাম ২৪১১.২০ টাকা। সেই তুলনায় ভারতে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম পড়বে ১০৫৩ টাকা।

গ্যাসের দাম নিয়ে কি জানালেন কেন্দ্রীয় মন্ত্রী?

কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী (Minister Of Petroleum And Natural Gas Of India) হরদীপ সিং পুরি(Hardeep Singh Puri) গত সোমবার গ্যাসের দাম বাড়া নিয়ে খোলসা করেছেন। তিনি মিডিয়াকে জানান, অন্যান্য দেশগুলির তুলনায় ভারতে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস সিলিন্ডার(LPG Cylinder) দাম অনেকটাই কম। মাসের শুরুতে তেল সংস্থাগুলি প্রতি ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডার পিছু ৫০ টাকা করে বাড়িয়েছিল। যার ফলে ভারতে এলপিজি গ্যাসের দাম ১০০০ টাকা পার করে। সর্বশেষ দাম বৃদ্ধির পর দিল্লিতে এলপিজির দাম দাঁড়ায় ১০৫৩ টাকায়।।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি যুক্তরাষ্ট্র(USA), কানাডা(Canada), শ্রীলঙ্কা(Srilanka), পাকিস্তান(Pakistan), নেপাল(Nepal), অস্ট্রেলিয়ার(Australia) সঙ্গে ভারতের এলপিজির দামের তুলনা করেছেন। তিনি বলেছেন বিশ্বের এই সমস্ত দেশ গুলির তুলনায় ভারতে এলপিজির দাম কম। ভারতে যেটুকু এলপিজির দাম বৃদ্ধি পেয়েছে তা ইনপুট খরচের জন্য বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি। তিনি আরো জানান জ্বালানির দাম আলাদা ভাবে দেখতে পারবেন না। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বিবেচনা করা উচিত। আন্তর্জাতিক বাজারে মূল্যের উপর ভিত্তি করেই পেট্রোলিয়াম পণ্যের দাম প্রশাসনিক মূল্য নির্ধারণ ব্যবস্থার অধীনে নির্ধারিত হয়। তবে গত ৬ই জুলাই ভারতে এলপিজি সিলিন্ডারের দামবাড়ানো হয়েছিল। তারপর থেকে দিল্লিতে ১০৫৩ টাকা, মুম্বাইতে ১০৫২.৫০ টাকা, কলকাতায় ১০৭৯ টাকায় এবং চেন্নাইতে ১০৬৮.৫০ টাকায় এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে।

বর্তমানে বিশ্বের কোন দেশে এলপিজির সিলিন্ডারের দাম(LPG Cylinder Price) কত টাকা?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *