জন্মাষ্টমীর সেরা উপহার হিসেবে কী পেলেন অভিনেত্রী মনামী ঘোষ?

গতকাল ১৯ আগস্ট দেশ জুড়ে ঘরে ঘরে পালন করা হল নন্দদুলালের শ্রী কৃষ্ণের জন্মোৎসব, জন্মাষ্টমী। উপহার পাওয়া সবসময়ই বিশেষ হয়। কিন্তু এমন বিশেষ দিনে যদি পাওয়া যায় কোনও চমক! কেমন লাগে বলুন তো? একেবারে সোনায় সোহাগা! ঠিক যেমন ঘটেছে অভিনেত্রী মনামী ঘোষের জীবনে।

মনামী ঘোষ

মাস কয়েক আগে, মফস্বল থেকে শহরে আসা এক সাধারণ মেয়ে কিভাবে আজকের মনামী ঘোষ হয়ে উঠলেন, সেই জীবনের সফর নিয়ে মুক্তি পেয়েছিল মনামীরই কণ্ঠে একটি গান ‘ভিটামিন এম’। মনামী অভিনয় এবং নাচে দারুন পরিমাণে দক্ষ হলেও, গানেও যে তিনি শহরবাসীর মন ছুঁয়ে যাবেন তা ছিল তাঁরও কল্পনার অতীত। সামাজিক মাধ্যমে একটি ট্রেন্ডও চালু করেছিলেন অনুগামীদের নিয়ে, যেখানে তাঁর এই গানে কোমর দোলাবেন তাঁরা! দু তিনমাসের মধ্যে এই গান শহর তো দুর, দেশ ছাড়িয়ে গিয়ে পৌঁছেছে বিশ্বের আঙিনায়।

আফ্রিকার দুর্গম স্থান উগান্ডার গ্রামের এক ওয়েম্বলি মো নামক ফাউন্ডেশনের, কিছু ছোট ছোট শিশুদের দেখা যাচ্ছে এই বঙ্গ তনয়ার গানটিতে কোমর দোলাতে। জন্মাষ্টমীর দিনই মনামী সে কথা জানতে পেরে সুখবরটি ভাগ করে নিয়েছেন সামাজিক মাধ্যমে। নায়িকা দারুন উচ্ছ্বসিত হয়েছেন। জন্মাষ্টমীর দিন এমন উপহার পাবেন কক্ষণো তিনি ভাবেননি। তাঁর এই জয়ে, শুভ কামনায় ভরে উঠেছে তাঁর কমেন্ট বক্স।

Wembly Mo Foundation এর শিশুদের নাচের দৃশ্য

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *