মাতৃত্বের স্বাদ পাওয়ার আগেই অধরা! কঠিন সংগ্রামের মুখোমুখি ‘অন্তসত্ত্বা’ ঋতাভরী!

মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে চলেছেন স্নিগ্ধা। আয়নায় নিজেকে ধীরে ধীরে মা হতে দেখার দৃশ্য থেকে টক ঝাল মিষ্টি আচার খাওয়া, এমন বিভিন্ন কাজে লিপ্ত হচ্ছেন হবু মা! কিন্তু বিধি বাম! খুশির মাঝেই ডাক্তার জানান, মাতৃত্বের স্বাদ গ্রহণ করার আগেই তাঁর গর্ভপাত হবে! যেকোনও হবু মায়ের কাছে এই ধাক্কা বড় অসহনীয়। স্নিগ্ধাও ব্যতিক্রম নয়। কিন্তু এরই মাঝে ঘটে এক অদ্ভুত ঘটনা! প্রায় প্রতিদিনই কেউ একজন ফোন করে স্নিগ্ধাকে। গলা শুনে বোঝা যায়, তিনি কোনও প্রাপ্তবয়স্ক নন, বরং একজন শিশু। ফোনের ওপার থেকে ভেসে আসে, “হ্যালো, আমি তো তোমারই মেয়ে.. নন্দিনী…”

ঠিক এমনই এক দৃশ্যপট অঙ্কিত হয়েছে ফলক মির পরিচালিত ওয়েব সিরিজ ‘নন্দিনী’ তে। মুখ্য ভূমিকায় রয়েছেন ঋতাভরী চক্রবর্তী। বলতে বাকি রাখে না, তাঁর চরিত্রের নাম স্নিগ্ধা। বেশ কিছুদিন আগে অভিনেত্রী সামাজিক মাধ্যমে তুমুল আলোড়ন সৃষ্টি করেন। একটি পোস্ট করে জানান, “আমি এবং আমার স্বামী অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছি, আমি গর্ভবতী”! রীতিমত তোলপাড় শুরু হয় সেই পোস্টকে কেন্দ্র করে। কেউ ঋতাভরীর ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষের তীর বেঁধেন, কেউ বা নিছকই আসন্ন কোনও কাজের প্রচার বলে ঋতাভরির কৌশলের প্রশংসা করেন। পরেরদিনই ছোট পর্দার ‘ওগো বধূ সুন্দরী’ জানান, আসলে তাঁর আসন্ন ওয়েব সিরিজ ‘নন্দিনী’র জন্যই তিনি এমন প্রচার কৌশলের ফাঁদে তাঁর দর্শকদের ফেলেছিলেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে ওয়েব সিরিজটির টিজার। সেখানে মা এবং মেয়ের এই অলৌকিক গল্পটি বলতে শোনা যাচ্ছে ‘একেন বাবু’, ‘ইন্দু’, ‘গোরা’, ‘পোস্টমাস্টার’ খ্যাত অভিনেতা সূহত্র মুখোপাধ্যায়কে। রহস্য এবং রোমাঞ্চের ভঙ্গিতে তিনি গল্পটি পরিবেশনা করছেন। তিনি বলেন, প্রতিদিন স্নিগ্ধার কাছে যে ফোন আসে, তা হল তাঁর ভূমিষ্ঠ না হওয়া কন্যা সন্তানের। গর্ভ থেকেই সে তার মাকে ফোন করে! স্বাভাবিক ভাবেই এই গল্প বিশ্বাসযোগ্য হয়ে ওঠে না। কিন্তু কোন রহস্য লুকিয়ে আছে সমস্ত ঘটনার পেছনে, তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত।

বিখ্যাত লেখিকা সায়ন্তনী পুততুন্ডুর উপন্যাস হল এই সিরিজের উপজীব্য। বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে কিঞ্জল নন্দ, শ্বেতা ভট্টাচার্য, অলিভিয়া সরকার প্রমুখকে। পুজোর প্রাক্কালে, মায়ের আগমনের পূর্বেই এক মায়ের সংগ্রামের সাক্ষী থাকবেন দর্শক। সিরিজটি সম্প্রচারিত হবে OTT Platform আড্ডা টাইমসে।

Scroll to Top