‘রাখি বন্ধন’ ধারাবাহিকের সেই ছোট্ট বন্ধনের এই গুণ, জানেন কি আপনারা?

২০১৬ সালে বাংলা টেলিভিশন জগতের মধ্যমণি হয়ে উঠেছিলেন দুটি শিশু, রাখি এবং বন্ধন। ধারাবাহিকে দেখানো হয়, কিছু বছর আগেই তাঁদের অভিভাবক-বিয়োগের সম্মুখীন হতে হয়। ছোট্ট বন্ধনই হয়ে ওঠেন, তাঁর বোন রাখির মা এবং বাবা। নানারকম প্রতিকূল পরিবেশে যুঝতে যুঝতে একদিন তাঁরা অনেক সাবলীল হয়ে ওঠেন। তখন বিপদ এলেও, তাঁরা মোকাবিলা করে নিজেদের জয় আনতে সক্ষম হন। এই নিয়ে আবর্ত হতে থাকে ধারাবাহিকের গল্প।

বন্ধন চরিত্রের অভিনেতা শুভম বসু রায়চৌধুরী, এখন প্রাপ্তবয়স্ক। বেশ পরিণত। তাঁকে পর্দার সামনে সেভাবে দেখা না গেলেও, সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় থাকতে দেখা যায়।

শুভম

প্রায়ই তাঁর বিভিন্ন মুহূর্তের সাক্ষী করেন অনুগামীদের। কখনও নীল জলের সঙ্গে সখ্য পাতান, কখনও উদাসীন চোখে চেয়ে থাকেন গোধূলি লগ্নে। প্রায়ই তাঁকে বিভিন্ন বাদ্য যন্ত্রের সঙ্গেও দেখেন নেটিজেনরা।

শুভম

এবার তাঁর এক গুণের প্রতি মোহিত হলেন বাংলার মানুষ। আর সেই গুণটি হল তাঁর সঙ্গীত। অভিনয়ের সঙ্গে গানেও দারুন পারদর্শী অভিনেতা। যেকোনও ভারতীয়র ‘হার্ট থ্রব’ শাহরুখ খান, তাঁর ছবিরই একটি গান পরিবেশনা করলেন তিনি। ‘বলিউড কিং’এর ‘ইয়েস বস’ ছবির ‘মে কোই অ্যয়সা গীত গাউ’ গানটি গাইতে শোনা যায় সকলের প্রিয় ‘বন্ধন’কে। উচ্ছ্বসিত হয়েছেন সকল শ্রোতা। উপচে পড়েছে প্রশংসার ঢেউ। অনেকেই হতবাক অভিনেতার এই ‘নতুন’ অবতারে। তিনি যে গানও গান, এমনটা সেভাবে কেউ জানতেন না। তাই তাঁর গানে রীতিমত মজেছেন তাঁর ভক্তকুল তথা নেট মাধ্যমের প্রতিনিধিরা।

শুভম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *