ভারতীয় বায়ুসেনায় (Indian Air Force) মাধ্যমিক পাশে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি। এই বিষয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক (Indian Citizen) এই পদের জন্য আবেদন করতে পারেন। থাকতে হবে শুধু মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর ও ৬৫ শতাংশ নম্বর নিয়ে আইটিআই (ITI) পাশ। এরসঙ্গেই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রার্থীর উচ্চতা ও ওজন! প্রার্থীর উচ্চতা হতে হবে ১৩৭ সেমি (137 cm) এবং ওজন ২৫.৪ কেজির (25.4 kg) মধ্যেই।
পদের নাম এয়ারফোর্স অ্যাপ্রেনটিসশিপ (Air Force Apprenticeship)। মোট শূন্যপদ ১০৮ টি। আবেদনকারীর বয়স হতে হবে ১৪ থেকে ২১ বছর বয়সের মধ্যে। সংরক্ষিত ক্যাট্যাগরি (Reserved Category) থেকে আবেদন যাঁরা করবেন তাঁরা বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন।
নিয়োগ হবে Machinist, Sheet Metal, Welder, Carpenter, Electronics Mechanic, Electrician Aircraft, Fitter/Mechanic এই পদগুলিতে। প্রতিমাসে বেতন হিসেবে পাবেন ৮,৮৫৫ টাকা। আবেদন প্রক্রিয়া হবে অনলাইন মাধ্যমে।
আবেদনের জন্য সনস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ট্রেড সার্টিফিকেট, এককপি পাসপোর্ট সাইজ ছবি, প্রার্থীর সই, বৈধ ই-মেল আইডি ও ফোন নম্বর লাগবে। এই তথ্যগুলি সহযোগে রেজিস্ট্রেশন (Registration) করতে হবে। আবেদন চলবে ৫ই জানুয়ারি অবধি।
নিয়োগের ক্ষেত্রে প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপর প্রাক্টিক্যাল পরীক্ষা (Practical Exam) এবং মেডিক্যাল টেষ্টের (Medical Test) মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এই নিয়োগের বিষয়ে অফিসিয়াল নোটিশ (Official Notice) ও অ্যাপ্লাই করার জন্য ডাইরেক্ট লিঙ্ক (Direct Link) নিচে দেওয়া হলো-