‘হামি 2’ এর প্রিমিয়ারে হতে চান মধ্যমণি? দেরি না করে তাহলে চটপট সেরে নিন এই ছোট্ট কাজটি

ঠিক চারটে বছর আগে, দুই খুদের টক ঝাল মিষ্টি বন্ধুত্বের ক্লাসরুমে উপস্থিত হয়েছিলেন দর্শক মহল। ভুটু এবং চিনির দুষ্টু মিষ্টি আড়ি এবং ভাবের দ্বৈরথে সামিল থেকেছেন প্রত্যেক বাঙালি। উইন্ডোজ প্রোডাকশনের প্রযোজনায় ২০১৮ এ শিবপ্রসাদ মুখার্জী এবং নন্দিতা রায় জুটি বড় পর্দা ভরিয়ে তোলেন ‘হামি’ তে। ছোটদের নিয়ে তৈরি হলেও এই ছবি ছিল বড়দের ভাবিয়ে তোলার। তাই আবারও চার বছর পর ছোটদের নিয়ে, বড়দের জন্য শিক্ষণীয় চেতনা গড়ে তুলতে আসছে ‘হামি 2’। প্রথম ছবির সঙ্গে কিছু কলাকুশলীর উপস্থিতির মিল থাকলেও, গল্পের সঙ্গে কোনও সাদৃশ্য থাকবে না এই ছবিতে।

কিন্তু, আপনি জানেন কি, একটি কাজ করতে পারলেই আপনি হতে পারবেন ‘হামি 2’ এর প্রিমিয়ারের অন্যতম মধ্যমণি? এর জন্য একটি অতি সহজ ও ছোট্ট কাজ আপনাকে করতে হবে। এখন ঘরে ঘরে রয়েছে স্মার্ট ফোন। সেটি দিয়েই ‘হামি 2’ এর টাইটেল ট্রাকে একটি মিষ্টি ভিডিও বানিয়ে, সামাজিক মাধ্যমে ছবির কলাকুশলীদের ‘ট্যাগ’ করতে হবে। আপনাদের মধ্যে যাঁর ভিডিও সেরা হবে, তিনিই পাবেন ‘হামি 2’ এর প্রিমিয়ারে থাকার সুযোগ। অভিনেত্রী মনামী ঘোষ ইতিমধ্যে সামাজিক মাধ্যমে এই খবর প্রকাশ করে, দর্শকদের উৎসাহ দিয়েছেন।

‘হামি 2’ ছবিটিতে মুখ্য ভূমিকায় রয়েছে তিন শিশু। ভেঁপু, চিনু এবং রুকসানা। ভেঁপু চিনু দু ভাই। ভেঁপু ঠিক যেন ‘বিস্ময় বালক’! তাঁর বোধ বুদ্ধি, হাবভাব রীতিমত তাক লাগিয়ে দেয়। ঘটনাক্রমে সে অংশগ্রহণ করে এক রিয়েলিটি শোয়ে, যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তের বিস্ময় শিশুদের নিয়ে আয়োজিত হয় বিভিন্ন রকম অনুষ্ঠান। সেখানে ভেঁপুর সঙ্গে পরিচয় ঘটে রুকসানার। মঞ্চে দুজনে দুজনের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হলেও, মঞ্চের বাইরে দুজন দুজনের দিকে বাড়িয়ে দেয় ভরসার কাঁধ। কিন্তু এই সম্পর্ক ভেঁপুর মায়ের মনে অসন্তোষের সৃষ্টি করে। কারণ, দুজনের ধর্ম আলাদা।

অপরদিকে ভেঁপুর ভাই চিনু ভাবে, দাদা সব দিক দিয়ে সেরা। এত বড় জায়গায় দাদার নাম ডাক হচ্ছে, বেচারি চিনু যেন দাদার থেকে অনেক দূরে চলে গেছে! ‘দাদাভাই’ এর থেকে এই বিচ্ছেদ, শিশু মনকে প্রভাবিত করে তোলে।

গল্পটিতে বিভিন্ন রকম মনস্তত্ত্বের মাত্রা রয়েছে। সেরকম রয়েছে এক গুরুতর সামাজিক প্রতিচ্ছবি। আজকে যে বিস্ময় জাগাবে মানুষের মনে, কাল তাঁর জায়গা নেবে অন্য কেউ। পূর্বের জন হারিয়ে যাবে ভিড়ে। তখন তাঁর কি হবে? এমনই প্রশ্ন ভিড় করেছে এই ছবি ঘিরে। তবে সবকিছুকে চাপিয়ে যাবে শিশু মনের সরল বন্ধুত্বের অমলিনতা। ছোটদের বড়দিনের প্রাক্কালে, ২৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

Scroll to Top