বর্তমানে সোশ্যাল মিডিয়া, ফেসবুক (Facebook) ইনস্টাগ্রাম (Instagram) খুললেই দেখা যাচ্ছে প্রত্যেকেই প্রায় এমন ধরনের এডিট ওয়ালা ছবি পোস্ট করছে। সাধারণ একটা ছবিকে ট্রান্সফরমেশনের (Photo transformation) মাধ্যমে কার্টুন বা Anime হিসেবে এডিট করা হচ্ছে।
আপনিও এই ধরনের এডিট একদম বিনামূল্যে করতে পারবেন। প্লে স্টোরে (play store) বেশ কিছু অ্যাপ আছে যেগুলি এমন ধরনের এডিট করে দিতে পারে। তবে সেগুলির বেশিরভাগই টাকা দিয়ে ব্যবহার করতে হয় (Paid editing apps)। বেশিরভাগ অ্যাপেই বিনামূল্যে এমন ধরনের এডিট করার সুযোগ থাকে না। তবে শুধুমাত্র টেলিগ্রাম অ্যাপ (Telegram app) থাকলে আপনি এই ধরনের এডিটিং করার সুযোগ বিনামূল্যে পেয়ে যাবেন।
টেলিগ্রামে ‘Bot’ একটি খুবই উপকারী জিনিস। ইতিপূর্বে আরো বেশ কয়েকটি প্রতিবেদনে টেলিগ্রাম এর কিছু বটের ব্যাপারে বিশদে লেখা হয়েছিল। একটি কঠিন কাজকে কিভাবে সহজে করে নেওয়া যায়, সেজন্যই টেলিগ্রাম বট ইউজ করা হয়।
Anime Ai bot: এই বটের সাহায্যে আপনি আপনার যেকোনো একটি সাধারন ছবিকে এডিট করে কার্টুন বা Anime হিসেবে তৈরি করতে পারবেন
কিভাবে করবেন জেনে নিন স্টেপ বাই স্টেপ। (how to use anime Ai)
প্রথমে টেলিগ্রাম অ্যাপ খুলে ওপরে সার্চ বক্সে লিখুন Anime ai bot, অথবা আপনি সরাসরি টেলিগ্রামে কাউকে মেসেজে ‘@qq_2d_ai_bot’ এটি পাঠিয়ে লেখাটিতে ক্লিক করেও মূল পেজে পৌঁছাতে পারবেন। সরাসরি টেলিগ্রামের সার্চ বক্সে ‘@qq_2d_ai_bot লিখলেও আপনি নির্দিষ্ট বট এর চ্যাট বক্সে পৌঁছে যেতে পারবেন।
এখানে আপনি আপনার পছন্দ মত একটি ছবি আপলোড(Upload) করবেন।
এরপর সামান্য কিছু সেকেন্ড অপেক্ষা করলেই আপনাকে একটি সম্পূর্ণ এডিট করা ছবি এবং মূল ছবির সাথে এডিট করা ছবির একটি কোলাজ পাঠিয়ে দেওয়া হবে।
বর্তমানে এই ধরনের ছবি এডিটিং করেনি এমন মানুষ পাওয়া দুষ্কর। তবে বেশিরভাগ মানুষই বলতে চান না যে, তারা কোন ওয়েবসাইট বা কোন অ্যাপের মাধ্যমে এটি করছেন। এর ফলে অনেকেই আগ্রহ থাকলেও নির্দিষ্ট ওয়েবসাইট বা অ্যাপ এর অভাবে এই ধরনের এডিট করতে পারছেন না।
এই প্রতিবেদনে আপনাদের বলা হল কিভাবে এই ধরনের কার্টুন এডিট আপনারা করতে পারবেন। তাহলে নিজের পছন্দমত ছবি আপলোড করুন কিছুক্ষণ অপেক্ষা করুন এবং একটি সুন্দর এডিটেড ছবি পেয়ে যান সম্পূর্ণ বিনামূল্যে।