বর্তমানে এন্ড্রয়েড ফোনের (Android mobile) অন্যতম একটি গুরুত্বপূর্ণ অ্যাপ Truecaller; কম বয়সী ছেলেমেয়েদের থেকে শুরু করে বড়দের ফোনেও এই অ্যাপটি হামেশাই দেখতে পাওয়া যায়।
অপরিচিত কোন ব্যক্তি ফোন করলে তার নাম আগেভাগে জানিয়ে দেয় এই অ্যাপ। এছাড়া বিভিন্ন কোম্পানি থেকে যদি কল আসে বা কোন ফ্রড (Fraud) ব্যক্তি যদি আপনাকে কল করে তাহলে এই অ্যাপ কল আসার সাথে সাথেই আপনাকে জানিয়ে দেবে।
ট্রুকলার এ বেশ কিছু ফিচার (Truecaller features) রয়েছে। কোনরকম মেম্বারশিপ বা প্রিমিয়াম মেম্বারশিপ (Truecaller Premium membership) ছাড়া সবগুলি ফিচারের সুবিধা নেওয়া যায় না। হাতেগোনা সামান্য কিছু ফিচারই ব্যবহার করতে পারা যায়। যে সমস্ত ব্যবহারকারীরা ট্রুকলারের প্রিমিয়াম মেম্বারশিপ ব্যবহার করেন তারা সমস্ত রকম সুবিধা গুলি নিতে পারেন।
কেউ যদি গোপনে কারো প্রোফাইল ভিজিট করে তাহলে মেম্বারশিপ থাকা ব্যক্তিরা বুঝতে পারেন। প্রেমিয়াম মেম্বারশিপ ছাড়া অন্য ব্যক্তিরা শুধুমাত্র জানতে পারেন যে কতজন ব্যক্তি তাদের প্রোফাইল ভিজিট করেছে কিন্তু কারা কারা ভিজিট করেছে সেটি জানা সম্ভব হয় না।
ট্রুকলারের প্রিমিয়াম মেম্বারশিপ নিতে গেলে বেশ মোটা টাকা খরচ করতে হয়। সবার পক্ষে এই কারণে মেম্বারশিপ নেওয়া হয়ে ওঠে না। তবে প্রতিটি অ্যাপ যেমন বছরের কিছু কিছু সময় ডিসকাউন্ট (Discount by Truecaller) প্রোভাইড করে তেমন ইদানিং truecaller ও গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে স্বল্প কিছুদিনের জন্য লঞ্চ করেছে একটি নতুন অফার।
এখন মাত্র ১৫ টাকা খরচ করেই আপনি ট্রুকলারের মেম্বারশিপ নিতে পারবেন। এই অফারটি খুব সীমিত সময়ের জন্য দেওয়া হয়েছে। এই বছরের শেষ অব্দি সময়ের মধ্যে যদি আপনি ১৫ টাকা দিয়ে মেম্বারশিপ নিতে পারেন তাহলে আগামী এক মাসের জন্য আপনি ট্রুকলার প্রিমিয়াম মেম্বারশিপ পেয়ে যাবেন।
প্রিমিয়াম মেম্বারশিপ নিতে পারলে আপনি ট্রুকলারের সমস্ত রকম সুবিধা এক মাসের জন্য ব্যবহার করতে পারবেন। এই বছরের ৩১ তারিখের পর এই অফারটি আর বৈধ থাকবে না। তখন আবার আগের মত মূল্য খরচ করেই এক মাসের জন্য বা এক বছরের জন্য মেম্বারশিপ নিতে হতে পারে।