ফের একবার করোনার চোখরাঙানি! আবার বাধ্যতামূলক হতে চলেছে মাস্ক, স্যানিটাইজার! জানুন বিশদে।

ফের একবার দেখা দিচ্ছে করোনার (Corona) সংক্রমণ। চিনে ইতিমধ্যেই শতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন করোনার নতুন ভেরিয়েন্টে (New Variant)। চতুর্থ ঢেউয়ের (4th Wave) শঙ্কা ভারতেও। ইতিমধ্যে ভারতেও কয়েকজন আক্রান্ত পাওয়া গেছে এই নতুন ভেরিয়েন্টের দলে। তবে কি আবারও দু’বছরের আগের স্মৃতি ফিরে আসতে পারে? কী বলছে রিপোর্ট? আসুন জেনে নেওয়া যাক।
টিকা নেবার পরেও করোনাতে (Corona) আক্রান্ত হতে পারেন যে কেউ; এই কথা সকলের জানা। এই নতুন ভেরিয়েন্টকে (Variant) নিয়ে মানুষের মধ্যে ইতিমধ্যেই আতঙ্কের সৃষ্টি হয়েছে। জোর দেওয়া হচ্ছে বুস্টার ডোজের (Booster Dose) ওপরে। এই নতুন ভেরিয়েন্টের নাম Corona-BF.7 যা কিনা আগের ভেরিয়েন্টগুলির থেকেও বেশি সংক্রামক (Injurious)। এই ভেরিয়েন্টে আক্রান্ত হলে জ্বর-সর্দি থেকে শুরু করে বমি-ডায়রিয়া অবধি হচ্ছে। এখনো পর্যন্ত আমাদের দেশের অনেকেই আক্রান্ত হলেও অনেকেই সুস্থ হয়ে উঠেছেন তাঁদের শরীরের রোগ প্রতিরোধ (Immune System) ক্ষমতার জোরে।
তবু এখনো অবধি পাওয়া রিপোর্ট অনুযায়ী ভারতে করোনা গ্রাফ (Corona Graph) কিন্তু উর্ধমুখী। তিনজনে একজনের সুস্থ হয়ে উঠতে পারেন এই ভেরিয়েন্টে আক্রান্ত হলে এমনটাই দাবি বিশেষজ্ঞদের। তাই এখন থেকেই সকলকে অতিরিক্ত সাবধানতা (Extra Careful) অবলম্বন করতে বলা হচ্ছে।
ফের পরা অভ্যাস করুন মুখে মাস্ক (Mask), ব্যবহার শুরু করুন স্যানিটাইজারের (Sanitizer)। খাবার আগে ও পরে ভালোভাবে হাত ধোয়া ফের অভ্যেস করুন। জ্বরের লক্ষণ দেখা গেলে নিজে চিকিৎসা না করে তৎক্ষণাৎ ডাক্তারের কাছে যান। একদমই আতঙ্কিত হবেন না। সাবধানতা অবলম্বন করুন ও সুস্থ থাকুন।
ফের লকডাউনের (Lockdown) আশঙ্কা করা হচ্ছে কিন্তু মনে করা হচ্ছে যে লকডাউন হলেও তেমন জোরালো হবেনা এবং এখনো অবধি যাঁরা বুস্টার ডোজ (Booster Dose) নেন নি, তাঁরা সত্বর নেবার ব্যবস্থা করুন। করোনার সঙ্গে লড়াই করার জন্য কিন্তু আপনার অভ্যন্তরীণ প্রতিরোধ ক্ষমতা (Internal Immune Power) খুব দরকার। সাবধান থাকুন। সুস্থ থাকুন। ভালো থাকুন এবং অযথা দুশ্চিন্তা করবেন না।

Scroll to Top