মাত্র দুটি প্রশ্নের উত্তর দিয়েই জিতে নিতে পারবেন একটি iQOO Neo 7 5G মোবাইল।

চলতি বছরের 16 ই ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছেviQOO Neo 7 5G স্মার্টফোনটি। লঞ্চের আগে এখনো প্রায় তিন সপ্তাহ বাকি রয়েছে। ভারতীয় ক্রেতাদের মধ্যে এই মোবাইলটির প্রতি আগ্রহ এবং কৌতূহল বৃদ্ধি করার জন্য ধীরে ধীরে মোবাইলটির যাবতীয় ফিচার(iQOO Neo 7 5G Features) প্রকাশ করছে কোম্পানি।

মোবাইলটির ল্যান্ডিং পেজটি ভারতীয় আয়কোর শাখায় লাইভ করা হয়েছে। এখানে একটি বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় মাত্র দুটি প্রশ্নের উত্তর দিয়েই জিতে নিতে পারবেন একটি নতুন ঝা চকচকে iQOO Neo 7 5G মোবাইল। তাহলে জেনে নিন এই প্রতিযোগিতার ব্যাপারে বিশদে।

iQOO India এর ওয়েবসাইটে নতুন মোবাইলটির ল্যান্ডিং পেজ লাইভ করা হয়েছে। কোম্পানি নিজস্ব ওয়েব সাইটেও এই মোবাইলটির স্পেসিফিকেশন(iQOO Neo 7 5G Specifications) সম্পর্কে বিশদে কোন কিছুই প্রকাশ করা হয়নি। তবে একটি প্রতিযোগিতার মাধ্যমে বিজেতাদের একটি নতুন iQOO Neo 7 5G মোবাইল জিতে নেওয়ার সুযোগ করে দিয়েছে কোম্পানি।

প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবেন তাদেরকে যেকোনো দুটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে

প্রথম প্রশ্ন হল, “কোন শক্তিশালী প্রসেসর আইকো নিও ৭-এ ব্যবহার করা হয়েছে?”

দ্বিতীয় প্রশ্ন হল “আইকো নিও ৭-এর স্লোগান কি হবে?”

দুটি প্রশ্নের উত্তর দেওয়ার পর উত্তরদাতাদের নাম ইমেইল এবং ফোন নাম্বার সাবমিট করতে হবে। বিনামূল্যে মোবাইল যে তার এই প্রতিযোগিতাটির শেষ তারিখ আগামী ১৫ই ফেব্রুয়ারি। বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী ২০ ফেব্রুয়ারি।

মোবাইলটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য প্রকাশ না করলেও কিছু কিছু তথ্য এখনো অব্দি প্রকাশ করা হয়েছে। ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকবে মোবাইলটিতে। সেলফি ক্যামেরার জন্য সেন্টার্ড পাঞ্চহোল উপস্থিত থাকবে মোবাইলে। মোবাইলের স্ক্রিন হবে ফুল এইচডি এবং ১২০ হার্জ রিফ্রেশ রেট এর সুবিধা উপলব্ধ থাকবে।

তাপ ডিসিপেশনের জন্য একটি কুলিং সিস্টেম থাকবে মোবাইলে। ১২০ ওয়াট ফাস্ট চার্জিং দিয়ে চার্জ করা যাবে মোবাইলটি। নীল এবং কালো রঙে মোবাইলটি উপলব্ধ হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *