কেন্দ্রীয় সরকারের দপ্তরে ভারত সরকারের মিনিস্ট্রি অফ ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং (Ministry of Information and Broadcasting)- এর মাধ্যমে রিজিওনাল অফিসার (Regional Officer) ও এডিশনাল রিজিওনাল অফিসার (Additional Regional Officer) পদে কর্মী নিয়োগ হতে চলেছে। প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। যেকোনো ভারতীয় নাগরিক এই পদের জন্য আবেদন (Application) করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে ২৪ শে ফেব্রুয়ারি পর্যন্ত! বিশদে জানানোর জন্যই আজকের এই প্রতিবেদন।
রিজিওনাল অফিসার (Regional Officer) পদে নিয়োগের ক্ষেত্রে শূন্যপদ আছে মোট চারটি। আবেদনের জন্য যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন ডিগ্রি (Graduation Degree) করা থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতনের ক্ষেত্রে পে লেভেল অনুযায়ী প্রতিমাসে ৭৮,৮০০ টাকা হবে।
অন্য পদটির ক্ষেত্রে অর্থাৎ এডিশনাল রিজিওনাল অফিসার (Additional Regional Officer) পদে শূন্যপদ মাত্র একটি! হ্যাঁ, ভালোই প্রতিযোগিতা (Competition) হতে চলেছে। আবেদনের জন্য যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন ডিগ্রি (Graduation Degree) ও সংশ্লিষ্ট কাজের কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পে লেভেল অনুযায়ী বেতন হবে প্রতিমাসে ৬৭,৭০০ টাকা।
দুটি পদের ক্ষেত্রেই আবেদনকারীকে আবেদন করতে হবে অফলাইনে। অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে বিজ্ঞপ্তিটি থেকে আবেদনপত্রটি ডাউনলোড (Download) করে সেটিকে সঠিকভাবে পূরণ করতে হবে। পূরণ করার পরে দরকারি সমস্ত ডকুমেন্ট (Document) আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে নির্দিষ্ট ঠিকানাতে পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানো অর্থাৎ জমা দেওয়ার ঠিকানা-
Ministry of Information and Broadcasting,
A-wing, Shastri Bhawan
New Delhi- 110001
আবেদন চলবে ২৪শে ফেব্রুয়ারি পর্যন্ত। ইন্টারভিউয়ের (Interview) মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে। নিয়োগের পরে কর্মক্ষেত্র হবে কলকাতা, গুয়াহাটি, উড়িষ্যা, কর্ণাটক ও কেরালার মধ্যে কোনো একটি স্থানে। তাহলে? এখনো কী ভাবছেন? যদি সমস্ত আবেদনের প্রণালী আপনার যোগ্যতার সাথে মিলে গিয়ে থাকে, তাহলে সত্ত্বর আবেদন করুন আর দেরি না করে!
সরাসরি আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের (Official Website) লিঙ্ক নিচে দেওয়া হলো-