এবার থেকে ভয়েস মেসেজ ও দেয়া যাবে স্ট্যাটাসে। WhatsApp আনতে চলছে নতুন update

সারা বিশ্বের মধ্যে সবথেকে জনপ্রিয় মেসেজিং অ্যাপ whatsapp। বিশ্বজুড়ে কয়েক কোটি মানুষ ব্যবহার করেন এই অ্যাপ্লিকেশনটি। ভারতেও কয়েক কোটি গ্রাহক রয়েছে হোয়াটসঅ্যাপের।

কিছুদিন পর পরই নতুন আপডেট প্রকাশ করে নতুন নতুন ফিচার সহযোগে সবাইকে চমকে দেয় whatsapp। সম্প্রতি কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে এবার থেকে ছবি অরিজিনাল সাইজেই কোন গ্রাহকের কাছে পাঠানো যাবে। বলা বাহুল্য যে বহু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী এই নতুন ফিচার(Whatsapp new Features) আসার ফলে উপকৃত হবেন।

এরই মধ্যে গ্রাহকদের জন্য রয়েছে আরও একটি নতুন ফিচার। এবার থেকে আপনি ভয়েস মেসেজ করেও সেটি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে পোস্ট করতে পারবেন। কোন ইম্পরট্যান্ট কথা কাউকে জানানোর থাকলে বা সবাইকে জানানোর থাকলে এবং গান গেয়েও আপনি স্ট্যাটাস(Audio status) দিতে পারবেন।

whatsapp এর একটি ভার্সন জিবি হোয়াটসঅ্যাপে এই ফিচারটি ইতিমধ্যেই উপলব্ধ হয়েছে। জিবি whatsapp ব্যবহারকারীরা ফিচারটি অনেকদিন ধরেই ব্যবহার করে আসছেন। তবে এবার অফিসিয়াল whatsapp অ্যাপ থেকেও এই সুবিধাটি নেওয়া যাবে।

বহুদিন ধরেই স্ট্যাটাসে ভয়েস নোট শেয়ার করার অপশন নিয়ে ব্যবহারকারীদের দাবি চলছিল। অবশেষে ভয়েস মেসেজ বা ভয়েস নোট শেয়ার করা যাবে স্ট্যাটাসে, এমনটাই জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপে ভয়েস নোট শেয়ার করার কথা প্রথম প্রকাশে এসেছিল গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে। পরীক্ষামূলকভাবে জানানো হয়েছিল যে বিটা ইউজাররা প্রথমে এই সুবিধাটি পাবেন।

আশা করা যাচ্ছে যে whatsapp এর পরবর্তী আপডেটেই ফিচারটি উপলব্ধ হবে। তবে সকল ব্যবহারকারী হয়তো এটি শুরুতে নাও ব্যবহার করতে পারেন। সিলেক্টেড গ্রাহকদের এই সুবিধাটি দেওয়া হতে পারে প্রথমদিকে।

যে অডিওটি আপনারা স্ট্যাটাসে শেয়ার করতে পারবেন সেটির দৈর্ঘ্য হবে ৩০ সেকেন্ড। এই স্ট্যাটাসটি আবার ২৪ ঘন্টা পরে নিজে থেকেই ডিলিট হয়ে যাবে।

হোয়াটসঅ্যাপের এই ফিচারটি আসলে উপকৃত হবেন অনেক ব্যবহারকারীরা। আপাতত অপেক্ষা করার পালা কিছুদিনের। কারণ পরবর্তী আপডেট এলেই নতুন নতুন বেশ কিছু চমক থাকছে হোয়াটসঅ্যাপের।

Scroll to Top