এবার থেকে আর তোলা যাবেনা চ্যাট এর স্ক্রিনশট, নতুন ফিচার আনলো হোয়াটসঅ্যাপ !

যত দিন যাচ্ছে, WhatsApp এর নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করছে Meta! মেটা এর Whatsapp অধিগ্রহণ করার পর থেকেই নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি সুরক্ষিত হয়েছে। মাঝেমাঝেই নতুন নতুন ফিচার আনে হোয়াটসঅ্যাপ, প্রতিটি আপডেটেই থাকে নিত্যনতুন চমক।

সম্প্রতি নতুন ফিচার আনতে চলেছে Whatsapp; এবার থেকে আর স্ক্রিনশট তোলা যাবেনা কিছু মেসেজের। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্যই এই বিশেষ ব্যবস্থা করেছে হোয়াটসঅ্যাপ।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এবং প্রাইভেসি উন্নত করার জন্য View Once ব্যবস্থা এনেছিল হোয়াটসঅ্যাপ। এখানে কোনো ফাইল View Once করে পাঠালে অপর প্রান্তের ব্যক্তি মিডিয়াটি দেখার পরেই ডিলিট হয়ে যায় অটোমেটিক। তবে এই সিকিউরিটির মধ্যেও ছিল একটি গেরো।

ভিউ once মেসেজের স্ক্রিনশট তোলার ক্ষেত্রে কোনো বাধানিষেধ ছিল না এতদিন। গোপন কিছু পাঠালে সেটি সহজেই স্ক্রিনশট তুলে রাখা যেত এতদিন। ফলে এই স্ক্রিনশট নিয়ে পরবর্তীতে কেউ ব্ল্যাকমেল করতে পারতো।

এবার থেকে আর View Once মেসেজের স্ক্রীনশট তুলতে পারবেন না কোনো গ্রাহক। স্ক্রিনশট তুলতে গেলেই স্ক্রীন কালো হয়ে যাবে এবং ওপরে একটি পপআপ মেসেজ আসবে যে হোয়াটসঅ্যাপ এর নীতিবিরুদ্ধ ভাবে স্ক্রিনশট তোলার চেষ্টা করা হচ্ছে। এবং গ্রাহকরা আর screenshot তুলতে পারবেন না।

এই ফিচারটি আসলে উপকৃত হবেন অনেক ইউজাররা। সোশ্যাল মিডিয়ায় অন্যতম গুরুত্বপূর্ণ মেসেজিং অ্যাপ হিসেবে বর্তমানে হোয়াটসঅ্যাপের নাম সবার প্রথমে আসে। প্রাইভেসি এবং সিকিউরিটি উন্নত মানের হওয়ায় বহু মানুষ এই অ্যাপটি ব্যবহার করে থাকেন। সারা ভারতে এমনকি সারা বিশ্বে কয়েক কোটি মানুষ বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। স্ক্রিনশট না তোলার এই সিস্টেমে অনেক গুরুত্বপূর্ণ নথি বাইরে লিক হওয়া থেকে আটকাবে। স্বাভাবিকভাবেই গ্রাহকরা এবং ব্যবহারকারীরা খুশি হতে চলেছেন এই নতুন নিয়মে।

Scroll to Top