‘দারুন’ খবর অনুপম-প্রেমীদের জন্য, চলতি বইমেলায় থাকছে তাঁদের জন্য বিশেষ চমক

২০১০ সাল, বাংলা ইন্ড্রাস্ট্রিকে নতুন ভাবে গুছিয়ে নেওয়ার পথে হেঁটেছিলেন তিনি। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) ‘অটোগ্রাফ’ (Autograph) ছবিতে ‘আমাকে আমার মত থাকতে দাও’ গানটির মাধ্যমে রুপোলি জগতে নিজের শিল্প বোধের পরিচয় দেন অনুপম রায় (Anupam Roy)। গীতিকার, সুরকার, গায়ক, প্রতি ক্ষেত্রেই তিনি আপন মহিমায় ভাস্বর। কলকাতার ৪৬ তম বইমেলাতে থাকছে তাঁর অনুগামীদের জন্য সুখবর। জানেন কি, সেগুলি কি?

Anupam Roy

শীতকাল মানেই একরাশ হইহই, আনন্দ আয়োজন। এই শীতকালেই আয়োজিত হয় কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র, আন্তর্জাতিক বইমেলা। এই বছর এই বইমেলার ৪৫ বছর সম্পন্ন হচ্ছে। নানাবিধ গুণী জ্ঞানী লেখকের বইয়ের সমাহারে সেজে উঠেছে এই মহাযজ্ঞ। গায়ক অনুপম রায়ের সৃজনশীল মননের প্রকাশ ঘটেছে আগেই। মানুষ জেনেছেন তাঁর শিল্পগুণ সম্পর্কে। এবারে গায়ক হিসেবে নয়, বরং আদ্য প্রকট লেখক হিসেবে তাঁর বই অনুগামীরা সংগ্রহ করতে পারবেন বইমেলা থেকে।

Anupam Roy

‘বৃষ বসে থাকে’ এবং ‘বেঙ্গালুরুতে অ্যান্টনি’ নামের দুটি বই আপাতত সেজে উঠেছে বইমেলার সম্ভারে। ‘বৃষ বসে থাকে’ বইটি মূলত কবিতার। বিখ্যাত প্রকাশন সংস্থা আনন্দ পাবলিশার্স থেকে এটি প্রকাশিত। ‘বেঙ্গালুরুতে অ্যান্টনি’ হল অ্যান্টনি নামের একটি সিরিজের দ্বিতীয় ভাগ। প্রথম ভাগটির নাম ছিল ‘অ্যান্টনি ও চন্দ্রবিন্দু’। এটি কমিক সিরিজ। এবারে এই বইয়ের প্রচ্ছদ অঙ্কন করেছেন শুভ চক্রবর্তী। দীপ প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে এই বই। অনুপম জানিয়েছেন, আগামী ৫ ফেব্রুয়ারি তিনি বিকেল ৫টা থেকে বইমেলায় সিগনেট প্রেসের ২১৩ নম্বর স্টলে উপস্থিত থাকবেন। এবং, ওই দিনই বিকেল ৬টা থেকে দীপ প্রকাশনের ৪৬৮ নম্বর স্টলে উপস্থিত থাকবেন। উৎসাহী অনুগামীরা বইগুলি সেই সময় সংগ্রহ করতে গেলে, তাঁদের সঙ্গে দেখা হয়ে যাবে তাঁদের প্রিয় শিল্পীর। ইতিমধ্যেই তাঁর বই সংগ্রহ করার জন্য আলোড়ন সৃষ্টি হয়েছে তাঁর ভক্তকুলের মধ্যে।

‘বৃষ বসে থাকে’ এবং ‘বেঙ্গালুরুতে অ্যান্টনি’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *