ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে সরকারি কর্মীদের নিয়ে বড় খবর। সম্প্রতি সরকারি কর্মীদের তরফে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে অষ্টম বেতন কমিশন কার্যকর করার আবেদন জানানো হয়েছে। আবেদনপত্রে জানানো হয়েছে, ১ জানুয়ারি ২০২৪ থেকেই এই কমিশন লাগু করার আর্জি জানিয়ে সরকারী কর্মীরা আশায় রয়েছে।
Railway Senior Citizen Welfare Society অথবা RSCWS এর তরফে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ১ জানুয়ারী, ২০২৪ থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর করার আহ্বান জানানো হয়েছে। তারা যুক্তি দেয়, যে মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ ত্রাণ (DR) এর হার ৫০ শতাংশ বাড়ানো দরকার। আবার কোনও কোনও সরকারি কর্মী সংগঠনের মতে,এর থেকেও বেশি ডিএ বাড়তে পারে। RSCWS কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য একটি নতুন বেতন কমিশনের প্রয়োজনীয়তার কারণ ব্যাখ্যা করেছে।
বিগত তিনটি কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুসারে, DA/DR মূল বেতনের ৫০ শতাংশ বা তার বেশি হলে ভবিষ্যতে বেতন সংশোধন করা উচিত। মূল্যস্ফীতির প্রভাব নিরপেক্ষ করতে বেতন কাঠামো সংশোধন করা প্রয়োজন। স্মারকলিপি অনুযায়ী, জানুয়ারি-২০২৪ থেকে DA/DR এর হার ৫০% বা তার বেশি অতিক্রম করবে বলে অনুমান করা হয়েছে।
প্রতিবেদন সূত্র অনুযায়ী, দুর্গাপুজোর আগেই ডিএ বেড়ে ৪৫ শতাংশ করা হবে। এই নিয়ে সরকারের কাছে আবেদনও জমা পড়েছে। কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা প্রতি মাসে শ্রম ব্যুরো দ্বারা প্রকাশিত শিল্প শ্রমিকদের জন্য সর্বশেষ ভোক্তা মূল্য সূচক (CPI-IW) এর ভিত্তিতে তৈরি করা হয়। সংবাদ সংস্থা পিটিআই-এর সঙ্গে কথা বলার সময়, অল ইন্ডিয়া রেলওয়েম্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক শিব গোপাল মিশ্র বলেন, ‘২০২৩ সালের জুনের জন্য CPI-IW ৩১ জুলাই প্রকাশিত হয়৷ আমরা মহার্ঘ ভাতা চার শতাংশ বৃদ্ধির দাবি করেছি৷ মহার্ঘ ভাতা বৃদ্ধি কার্যকর হচ্ছে৷ তিন শতাংশ পয়েন্টের একটু বেশি হতে হবে। এখন যদি ডিএ তিন শতাংশ বাড়ে তাহলে তা মোট হবে ৪৫ শতাংশ।’
অর্থাৎ সরকারি কর্মীরা বর্ধিত হারে ডিএ পাবেন ১ জুলাই, ২০২৩ থেকে। বহু কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা বর্তমানে ৪২ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন যা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে ৪৫% অবধি।