আমরা আমাদের প্রিয় তারকার জন্য কী না করে থাকি! ঈশ্বরের আসনে বসিয়ে তাঁর জন্য যেন চাঁদও এনে দিতে পারি, এমনটাই প্রবণতা হয় ভক্তদের। কিন্তু ভক্তের জন্য প্রিয় তারকারা কী কী করতে পারেন জানেন? সে তালিকাও নেহাত স্বল্প নয়। ঠিক এমনই একটি মিষ্টি মধুর মুহূর্তের সাক্ষী হয়েছেন আমেরিকায় প্রবাসী ভারতীয়রা। তিনদিনের সঙ্গীত সফরে আমেরিকা গেছিলেন ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম ভিত মিকা সিং (Mika Singh)। সম্প্রতি সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওয় দেখা গেল এক মনোমুগ্ধকর দৃশ্য। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, কী এমন করলেন এই গায়ক, যেখানে উঠল প্রশংসার ঢেউ?
২৫ জুন, ২৯ জুন এবং ৩০ জুন ছিল মিকার আমেরিকা সফরের অনুষ্ঠান। বলা বাহুল্য, অগণিত ভারতীয় ভক্তের ঢল নেমেছিল অনুষ্ঠান জুড়ে। সেখানেই মিকার আর পাঁচজন ভক্তের মত, মুগ্ধ শ্রোতা হিসেবে উপস্থিত ছিল ছোট্ট একরত্তি শিশু, যার নাম জিয়া। ভিড়ের তোয়াক্কা না করে, পছন্দের শিল্পীকে গিয়ে সে অনুরোধ করে তার জন্য একটি গান গাইতে। ছোট্ট একরত্তি ভক্তের এই অনুনয়, মিকা এড়িয়ে যেতে পারেননি। বরং জিয়াকে স্টেজে তুলে তাঁর নাম দিয়েই গান ধরেন মিকা। যশ রাজ ফিল্মসের ‘যাব তক হে জান’ ছবির বিখ্যাত গান, নীতি মোহনের কন্ঠে ‘জিয়া জিয়া রে’ গেয়ে ছোট্ট ভক্তের আবেদন রাখেন গায়ক। ছোট্ট ভক্তের নাম দিয়েই এই গান তাকে উৎসর্গ করেন মিকা। আর এতে যারপরনাই মেতে ওঠে ক্ষুদে সঙ্গীতপ্রেমী। সারা মঞ্চ নিজের মত করে মেতে ওঠে জিয়া, না দেখে হাততালিতে আরও জীবন্ত হয়ে ওঠে মিকার অনুষ্ঠান।
মিকা সামাজিক এই ঘটনা ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। জিয়ার মত ভক্তের আবেগ তাঁকে ছুঁয়ে গেছে। এমনকী অনুষ্ঠান শেষে একটিবার আবার মিকাকে দেখার জন্য কান্না ভেজা চোখে অপেক্ষা করছিল জিয়া। মিকার বয়ানে ধরা পড়েছে, একজন শিল্পীর কাছে এমন ঘটনার সাক্ষী হওয়া, অনেক পুণ্যের ফল। তিনি সত্যিই মন্ত্রমুগ্ধ এমন ঘটনার একজন অংশীদার হতে পেরে। তাঁর এই অভিজ্ঞতায় অনুরাগীরা কমেন্ট করে জানিয়েছেন, মিকা যেমন বড় মাপের শিল্পী, তেমনই বড় মাপের মানুষ। আরও এমন অনেক অনেক ঘটনার সাক্ষী যেন তাঁরা হতে পারেন, সেই নিয়েও আশাবাদী অনেক অনুগামী।