বন্ধু মানে পাশে থাকা, বন্ধু দিবসে দর্শকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন ‘বুম্বা দা’

তিনি টলিউডের সম্রাট! বলা যায় উত্তম কুমারের পর বাংলা ছবির জগতে তিনিই সেই, যাঁর আধিপত্য আজও সমান। তিনি, প্রসেনজিৎ চট্টপাধ্যায়। এক কথায় তিনিই ‘ইন্ড্রাস্ট্রি’।
‘অমর সঙ্গী’ ছবিতে তাঁর অভিনয় ছিল যেন যুগান্তকারী! সেই সময় তো বটেই, এখনকার প্রেমিক প্রেমিকার হৃদয়ও তুফান তোলে সেই ছবির গান, ‘চিরদিনই তুমি যে আমার..’।
টলি সম্রাটের এই রূপোলী দুনিয়ায় রাজত্ব চলছে তিরিশ বছরেরও বেশি। গ্রাম বাংলা থেকে বিদেশের মাটি ছুঁয়েছে তাঁর অভিনয়কে। পেয়েছেন অগণিত মানুষের ভালোবাসা। তাই প্রসেনজিৎ নয়, সকলের কাছে হয়ে উঠেছেন তিনি প্রিয় ‘বুম্বা দা’।
সম্প্রতি দেশ জুড়ে পালিত হল জাতীয় বন্ধু দিবস। সাধারণ মানুষ থেকে তারকারা সকলেই প্রিয় বন্ধুদের উদ্দ্যেশ্যে তাঁদের আবেগ প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। বাদ যাননি প্রসেনজিতও। কিন্তু তাঁর বন্ধু দিবস উৎসর্গ হয়েছে তাঁর দর্শকদের প্রতি। এখানেই তিনি শ্রেষ্ঠ! তাঁর মত করে কেউ ভাবেননি। সামাজিক মাধ্যমে, দর্শক ভর্তি নন্দন প্রেক্ষাগৃহ থেকে শুরু করে, বিভিন্ন জায়গায় অনুগামীদের সঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন অভিনেতা। লিখেছেন, দর্শকরাই তাঁর আসল বন্ধু! তাঁদের ভালোবাসাতেই আজ তিনি হয়ে উঠেছেন ইন্ড্রাস্ট্রি, প্রসেনজিৎ চ্যাটার্জী। তিনি তাই সকলের প্রতি কৃতজ্ঞ।

স্কুল পড়ুয়াদের সাথে বুম্বা দা


এই পোস্ট জুড়ে তাঁর অগণিত ভক্ত তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। জনৈক ভক্ত বলেছেন, ‘পাশে ছিলাম, আছি, থাকব..’ এছাড়াও বন্ধু দিবসের শুভেচ্ছাতেও ভরে উঠেছে তাঁর কমেন্ট বক্স।

Scroll to Top