Check Bank Balance with Aadhaar Card: আধার কার্ডের মাধ্যমে চেক করুন ব্যাঙ্ক ব্যালেন্স। কিভাবে? জেনে নিন।

আধার কার্ড হলো আপনার পরিচয়পত্র। ভারতীয় প্রতিটি নাগরিকের কাছেই বাধ্যতামূলক এই আধার কার্ড।সরকারী বা বেসরকারী সকল কাজের ক্ষেত্রেই যেকোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য দরকার এই আধার কার্ড। এই নথির মাধ্যমে, আপনি যে কোনও বিষয়ে সুবিধা নিতে পারেন। তবে আপনি কি জানতেন যে এই আধার কার্ডের মাধ্যমে আপনি নিজের ব্যাঙ্ক ব্যালান্স ও চেক করতে পারেন? কিভাবে? আসুন ধাপে ধাপে জেনে নেওয়া যাক।l

ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার পাশাপাশি প্যান কার্ডের সঙ্গেও লিঙ্ক করা হচ্ছে। ১২ সংখ্যার আধার কার্ড নম্বরের সাহায্যে, আপনি কোনও এটিএম বা ব্যাঙ্কে না গিয়েই আপনার অ্যাকাউন্টের ব্যাঙ্ক ব্যালেন্স জানতে পারবেন। তবে যাদের স্মার্টফোন রয়েছে তারা এই সুবিধা গ্রহণ করতে পারবেন। এই সুযোগ পেতে বাইরে যেতে হবেনা। বাড়িতেই পাবেন। এবার ভাবছেন কি করে করবেন এই ব্যালেন্স চেক আধার কার্ডের মাধ্যমে? আসুন স্টেপ বাই স্টেপ জেনে নেওয়া যাক।

১) এই সুবিধার জন্য প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিবন্ধিত আপনার মোবাইল নম্বর থেকে 9999*1# ডায়াল করুন।

২) এখন ১২ সংখ্যার আধার নম্বর লিখুন।

৩) এর পরে, আপনার আধার নম্বর লিখে যাচাইকরণ করুন।

৪) এখন আপনার স্ক্রিনে ব্যাঙ্ক ব্যালেন্সসহ UIDAI থেকে একটি ফ্ল্যাশ বার্তা পাঠানো হবে।

দেখলেন তো, কত্ত সহজ! তাহলে আর দেরি কিসের? এখুনি এইভাবে নিজের ব্যাঙ্কের ব্যালান্স চেক করুন এবং প্রতিবেদনটি অবশ্যই সকলের সাথে শেয়ার করে সবাইকে জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *