মাত্র ৯৯ টাকায় বাম্পার প্ল্যান আনল এয়ারটেল, থাকছে আনলিমিটেড 5G ইন্টারনেটের সুবিধা।

ভারতের টেলিকম বাজারে অন্যতম কয়েকটি সেরা সংস্থা হল রিলায়েন্স জিও, ভোডাফোন-আইডিয়া, এবং এয়ারটেল। নতুন গ্রাহক টানতে এবং পুরনো গ্রাহকদের মন বজায় রাখতে সংস্থাগুলি মাঝেমধ্যেই বিভিন্ন রকম অফার লঞ্চ করে থাকে। গ্রাহকরা আকর্ষিত হলে সেই অফারের জন্য তাদের সিম পোর্ট করে থাকেন। সম্প্রতি এমনই একটি অসাধারণ প্যাক লঞ্চ করেছে এয়ারটেল সংস্থা। ভারতী এয়ারটেল সংস্থার নতুন রিচার্জ প্যাকের মূল্য মাত্র ৯৯ টাকা। নতুন এই প্যাকে কি কি পাবেন জেনে নিন।

মূলত রিলায়েন্স জিওর সাথে টক্কর দেবার জন্য এর আগে এয়ারটেলের পক্ষ থেকে একাধিক প্রিপেইড এবং পোস্টপেইড অফার লঞ্চ করা হয়েছিল।বর্তমানে সাধারণ মানুষের কথা মাথায় রেখে একটি রিচার্জ প্ল্যান হাজির করেছে এয়ারটেল সংস্থা। গত কয়েক মাস ধরে বেশ কয়েকটি প্ল্যান বন্ধ করেছে এয়ারটেল। তার বদলে আসছে অনেক নতুন বিকল্প।

অনেকেই আছেন যারা রিচার্জ এর দৈনিক ডাটা শেষ হবার পর ডাটার সমস্যায় ভোগেন। রাত বারোটার আগেই অনেকেরই নির্ধারিত ডাটা শেষ হয়ে যায়, তারপর দরকারি কোন কাজ করার জন্য আবার অতিরিক্ত রিচার্জ করতে হয় তাদেরকে। বারবার রিচার্জ করতে গিয়ে পকেট ফাঁকা হয়ে যায় তাদের। তাদের কথা মাথায় রেখেই নতুন এই প্লানটি লঞ্চ করা হয়েছে।

৯৯ টাকার প্ল্যানের বৈধতা মাত্র একদিন। তবে একদিন আনলিমিটেড ৫জি ডাটা ব্যবহার করতে পারবেন আপনারা। এটি সাধারণত একটি ডাটা অ্যাড অন প্ল্যান। তাছাড়া যেখানে 5g পরিষেবা পৌঁছায়নি এখনও পর্যন্ত, সেখানকার ব্যবহারকারীরাও এই অফারটির সুবিধা নিতে পারবেন। যারা 4G স্মার্টফোন ব্যবহার করছেন, তারাও এই প্যাকটির মাধ্যমে আনলিমিটেড ডাটা উপভোগ করতে পারবেন।

এয়ারটেল এবং জিওর সাথে টক্কর নেওয়ার জন্য ভোডাফোন আইডিয়ার তরফ থেকেও বেশ কয়েকটি নতুন সুবিধা দেওয়া হচ্ছে গ্রাহকদের। সংস্থা ঘোষণা করেছে ১৯৯ টাকার বেশি রিচার্জ করলে তাদের অতিরিক্ত ৫০ জিবি ডাটা দেওয়া হবে। এই অফার চলবে আগামী ২১ আগস্ট পর্যন্ত।

Scroll to Top