8,000 টাকার নিচে দুর্দান্ত স্মার্ট ফোনগুলি দেখে নিন।

বর্তমান সময় বেশিরভাগ মানুষের কাছে স্মার্টফোন রয়েছে। স্মার্টফোন দৈনিক জীবনে প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। তবে অনেকেমানুষ এমনও আছেনযারা একটু কম বাজেটের স্মার্টফোন (Smartphone) চান। কম দামের সাথে সেগুলো যেন দীর্ঘ দিন চলে, এমন ফোন যদি আপনি খোঁজেন। তবে এই প্রতিবেদনে আপনার সেই সন্ধান মিলবে। ভারতীয় বাজারে (Indian Market) এমন অনেক স্মার্টফোন রয়েছে যেগুলির দাম ৮০০০ টাকার মধ্যে (Smartphone Under 8000)। স্মার্টফোন গুলির ফিচার খুবই দুর্দান্ত ও আকর্ষণীয়। ভারতীয় বাজারে প্রাপ্ত এমনই ৫টি স্মার্টফোনের সম্পর্কে বলবো যার দাম ৮০০০ টাকার কম।

১) সামসুং গ্যালাক্সি এও৩ কোর (Samsung Galaxy A03 Core)
সামসুং কোম্পানির গ্যালাক্সি এও২ কোর ফোনটি দুর্দান্ত ফিচারের সঙ্গে খুব কম দামে পেয়ে যাবেন। ৬.৫ ইঞ্চি HD+ Infinity ‘V’ ডিসপ্লে বিশিষ্ট সামসুং এর এই ফোনটি পেয়ে যাবেন ৭,৪৪৯ টাকায়। ফোনটি ২জিবি RAM ও ৩২জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে আসবে। প্রসেসিংয়ের জন্য Galaxy A03 Core স্মার্টফোনে ১.৬ GHz অক্টা-কোর প্রসেসর রয়েছে। অন্নদিকর ফটোগ্রাফির জন্য থাকছে 8MP রেয়ার ক্যামেরা এবং ৫ MP সেলফি ক্যামেরা। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি ৫,০০০ mAh।

Samsung Galaxy A03 Core

২) রেডমি ৯এ (Redmi 9A)
৮০০০ দামের মধ্যে রেডমি কোম্পানির একটি ভালো মডেলের ফোন আপনি ওইযে যাবেন। ৬.৫৩ ইঞ্চি HD+ ডিসপ্লে বিশিষ্ট ফোনটিতে রয়েছে ২জিবি RAম ও ৩২জিবি ইন্টারনাল স্টোরেজ। ভারতীয় বাজারে এর দাম ৭,৪৯৯ টাকা। অন্যদিকে ৩জিবি RAM ও ৩২জিবি ইন্টারনাল স্টোরেজ বিশিষ্ট ফোনটি ৭,৯৯৯ টাকা। এর সাথে ফোনটিতে অক্টা-কোর প্রসেসর ও MediaTek Helio G25 চিপসেটে পেয়ে যাবেন। ফটোগ্রাফির জন্য দেওয়া হয়েছে ১৩ MP রেয়ার এবং ৫ MP সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৫,০০০ mAh ব্যাটারি।

Redmi 9A

৩) রিয়ালমী নারজো ৫০আই (Realme Narzo 50i)
৬.৫ ইঞ্চি HD + ডিসপ্লে বিশিষ্ট রিয়ালমী নারজো ৫০আই ফোনটি পেয়ে যাবেন ৭,৪৯৯ টাকায়। এতে ফটোগ্রাফির জন্য দেওয়া হয়েছে ৮MP রেয়ার এবং ৫MP সেলফি ক্যামেরা। অন্যদিকে এটি ২জিবি RAM ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে আসবে। মোবাইল ফোনটি ৫,০০০ mAh ব্যাটারি সাপোর্টেড।

Realme Narzo 50i

৪) ইনফিনিক্স স্মার্ট ৬ (Infinix Smart 6)
ইনফিনিক্স কোম্পানির ইনফিনিক্স স্মার্ট ৬ ফোনটি ৭,২৯৯ টাকা মূল্যে পেয়ে যাবেন। এতে রয়েছে ২জিবি RAM ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। অন্যদিকে এটি ৬.৬ ইঞ্চি HD+ ডিসপ্লে সহ আসবে।
ফটোগ্রাফির জন্য 8 মেগাপিক্সেল ডুয়াল রেয়ার এবং 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা লাগানো হয়েছে। এরসাথে Mediatek Helio A22 চিপসেটে সার্পোট করবে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে রয়েছে ৫,০০০ mAh ব্যাটারি ক্যাপাসিটি।

Infinix Smart 6

৫) টেকনো পপ ৫ এলটিই (Tecno Pop 5 LTE)
এগুলি ছাড়াও টেকনো কোম্পানির টেকনো পপ ৫ এলটিই স্মার্টফোন রয়েছে যার দাম ৬,৫৯৯ টাকা। এতে পেয়ে যাবেন ২জিবি RAM ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। অন্যদিকে এটিতে রয়েছে ৬.৫২ ইঞ্চি HD+ ডিসপ্লে। ফটোগ্রাফির জন্য থাকবে ৮MP ডুয়াল রেয়ার এবং ৫MP সেলফি ক্যামেরা। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Tecno Pop 5 LTE

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *