Disappearing চ্যাটেও থাকবে মেসেজ, নয়া ফিচার আনলো হোয়াটসঅ্যাপ।

বর্তমানে ভারতে চালু থাকা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলির মধ্যে অন্যতম একটি প্ল্যাটফর্ম হল whatsapp । বর্তমানে হোয়াটসঅ্যাপ (Whatsapp) একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন (Application) যা ব্যবহারকারীদের পাঠ্য বার্তা পাঠাতে, ভয়েস এবং ভিডিও কল করতে, ফটো এবং ভিডিওর মতো মিডিয়া শেয়ার করতে এবং গ্রুপ চ্যাট তৈরি করতে এবং সেখানে অংশগ্রহণ করতে দেয়। ভারতের কয়েক কোটি মানুষ বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। পড়াশোনা থেকে শুরু করে ব্যবসায়িক কাজ, যোগাযোগ, কলিং ইত্যাদি বহু ক্ষেত্রে whatsapp অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন গ্রাহকেরা।

গ্রাহকদের প্রাইভেসি এবং গোপনীয়তা বজায় রাখতে এবং অত্যাধুনিক সব সুবিধা দেওয়ার জন্য কিছুদিন পরপরই নতুন নতুন আপডেট আসে হোয়াটসঅ্যাপে। এর আগে whatsapp ব্যবহারকারীদের গোপনীয়তা বজায় রাখতে Disappearing মেসেজ (Disappearing Message) ফিচার চালু করেছিল হোয়াটসঅ্যাপ। এখানে গ্রাহকেরা ২৪ ঘন্টা, সাত দিন, ৩০ দিন এবং ৯০ দিন এর সময় সেট করে রাখতে পারেন এবং নির্দিষ্ট সময় পার হয়ে গেলে মেসেজ ডিলিট হয়ে যায় চ্যাট থেকে অটোমেটিক।

মূলত অপ্রয়োজনীয় মেসেজ যাতে চ্যাটে জমা না থাকে এবং স্টোরেজ ফুল না হয়ে যায় সেসবও ছিল অন্যতম কারণ এই ফিচার লঞ্চ করার। এছাড়া ব্যক্তিগত চ্যাট যাতে অন্য কারো ব্যক্তির হাতে না পড়ে যায় সেই কারণেও এই ফিচারটি তৈরি করা হয়েছিল।

তবে সমস্যা হচ্ছে ডিসঅ্যাপেয়ারিং মেসেজ মোড অন করে পাঠানো মেসেজ গুলোর মধ্যে কোন গুরুত্বপূর্ণ মেসেজ থাকলে তা নির্ধারিত সময়ের পর ডিলিট হয়ে যায় এবং পরবর্তীকালে গ্রাহকদের বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়। গ্রাহকদের এই সমস্যার কথা মাথায় রেখেই নতুন একটি ফিচার আনলো হোয়াটসঅ্যাপ।

‘Keep in Chat’ নামক একটি নতুন ফিচার রোলআউট করেছে হোয়াটসঅ্যাপ, এটির মাধ্যমে ডিজাপিয়ারিং মেসেজ অন করা থাকলেও আপনার গুরুত্বপূর্ণ কোন মেসেজ আপনারা চ্যাটের মধ্যে রাখতে পারবেন।

যে মেসেজটিকে বা ডকুমেন্টকে আপনারা কিপ ইন চ্যাট হিসেবে রেখে দিচ্ছেন সেটি কোনমতেই ডিলিট হবে না। স্বয়ংক্রিয়ভাবে অন্যান্য মেসেজগুলি নির্ধারিত সময়ের পর ডিলিট হয়ে গেলেও এই মেসেজটি থেকে যাবে চ্যাটবক্সে।

এই ফিচারটি ব্যবহার করতে গেলে আপনাকে প্রথমে নির্দিষ্ট একটি মেসেজের লং প্রেস করতে হবে। স্ক্রিনের উপর দিকে একটি সেভ আইকন আসবে। সেটিতে ক্লিক করলেই মেসেজটি পার্মানেন্টলি চ্যাটে থেকে যাবে।

ডিজেপিয়ারিং মেসেজে যেমন উভয়গ্রাহকের থেকেই সমস্ত চ্যাট ডিলিট হয়ে যায় , সেই কথা মাথায় রেখে কিপ ইন চ্যাট মোডেও উভয়পক্ষেরই সম্মতি লাগবে কোন মেসেজ চ্যাটে থাকবে কি না তার নির্ধারণ করার।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাপী সকল whatsapp ব্যবহারকারীদের কাছে এই নতুন ফিচারটি পৌঁছে যাবে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *