WhatsApp এর সাথে যুক্ত হতে চলেছে ChatGPT এর মত সুবিধা, অপেক্ষা আর কিছুদিনের।

বর্তমানে সারা বিশ্বের কোটি কোটি মানুষ হোয়াটসঅ্যাপ (WhatsApp Messenger) ব্যবহার করেন মেসেজিং এর মাধ্যম হিসেবে। ভারতীয় কয়েক কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। যত দিন যাচ্ছে হোয়াটসঅ্যাপ তত দেখতে নতুন ফিচার দিয়ে মানুষকে অবাক করে দিচ্ছে।

যত দিন যাচ্ছে, WhatsApp এর নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করছে Meta! মেটা এর Whatsapp অধিগ্রহণ করার পর থেকেই নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি সুরক্ষিত হয়েছে। মাঝেমাঝেই নতুন নতুন ফিচার আনে হোয়াটসঅ্যাপ, প্রতিটি আপডেটেই থাকে নিত্যনতুন চমক।

সম্প্রতি বিভিন্ন সোশাল মিডিয়ায় এবং অনেক প্রতিবেদন থেকে জন্য গেছে যে ChatGPT এর মত সুবিধা আসতে চলেছে হোয়াটসঅ্যাপ এ(Whatsapp ChatGPT Combination)।

বর্তমানে ChatGPT জোর চর্চায় আছে। প্রয়োজনীয় যেকোনো প্রশ্ন উত্তর, লেখার, কোডিং এর কাজ অনায়াসেই করে দিচ্ছে ChatGPT, পাল্লা দিতে নতুন Chatbot By Google – Bard আনছে গুগল। তারই মদ্যে প্রতিযোগিতায় নামলো মেটার অধিকর্তা মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg)।

জানা যাচ্ছে এবার WhatsApp এও chatbot যুক্ত করা হবে। এর মূলত দুটি সুবিধা থাকবে।

প্রথমত, গ্রাহকের অনুপস্থিতিতে এই Chatbot কোনো মেসেজের সয়ংক্রিয় (WhatsApp Auto reply) উত্তর দিতে পারবে।

দ্বিতীয়ত, যেকোনো জিনিস চ্যাট এর আকারে সার্চ (WhatsApp bot search engine)করে নিতে পারবেন গ্রাহকরা। সুবিধা পাবেন অনেকটা ChatGPT এর মতই।

প্রসঙ্গত, ChatGPT একটি বৃহত্তর ভাষা মডেল। এটি OpenAI দ্বারা তৈরি করা হয়েছে। এটি মানুষের মতো কথা বলতে এবং যেকোনো প্রশ্ন উত্তর দিতে পারে। তাছাড়া অন্যান্য অনেক কাজ করতে পারে CHATGPT! এটি একটি AI প্রযুক্তি যা মানুষের সাথে কথা বলতে পারে এবং বিভিন্ন প্রশ্ন ও সমস্যার সমাধান করতে সহায়তা করে।

অপরদিকে WhatsApp হল একটি মোবাইল অ্যাপ যা টেক্সট, ভয়েস মেসেজ, কল, ফটো, ভিডিও এবং ফাইল শেয়ার করার জন্য ব্যবহৃত হয়।

আশা করি বুঝতেই পারছেন ChatGpt+WhatsApp) জিনিসটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *