এই ৫টি পডকাস্ট শুনলে আপনার ইংরেজি দক্ষতা বাড়তে বাধ্য!

অনেকেই আছেন যারা আপনাদের ইংরেজির স্কিল নিয়ে অনেক চিন্তিত এবং ভালোভাবে ইংরেজি কথা বলতে পারেনা। অনেক সময় তারা বিভিন্ন রকম বই ফলো করে থাকেন এবং পড়াশোনার মধ্যে দিয়ে নিজের ইংরেজির স্কিলকে বেটার করার চেষ্টা করে থাকেন।

তবে আপনারা জেনে অবাক হবেন যে পডকাস্ট শুনেও আপনারা আপনাদের ইংরেজির দক্ষতা বাড়াতে পারবেন।

পডকাস্ট আসলে কি?
এটি এক ধরনের অডিও অনুষ্ঠান। এই অডিও অনুষ্ঠান বিভিন্ন রকম হতে পারে। যেমন অনুপ্রেরণামূলক বক্তৃতা,রাজনৈতিক আলোচনা, বিনোদনমূলক আলোচনা, ইত্যাদি।

আপনারা যদি আপনাদের অবসর সময়ে ,প্রাত ভ্রমণের সময়, রাতে শোবার আগে এই অডিওগুলি শুনতে পারেন তাহলে আপনাদের ইংরেজি জানার এবং বলার স্কিল অনেকটা বেড়ে যাবে।

ভিডিও দেখার শুলাম তুলনায় অডিও পডকাস্ট শোনার একটি বিশাল সুবিধা রয়েছে। ভিডিও দেখতে গেলে আপনাকে আপনার চোখ মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনে রাখতে হবে।কিন্তু এটি শোনার জন্য আপনাকে শুধুমাত্র আপনার কান খোলা রাখলেই হবে এবং দিনের যেকোনো সময় আপনি এটা শুনতে পারবেন। অফিস যাওয়ার সময় ,ফেরার সময় ,দিনের অবসর সময়ে ,রাতে শোবার আগে, কোন কাজ করার সময় , অফিস ব্রেকে যখন খুশি আপনারা এই অডিও গুলি শুনতে পারবেন।

চলুন জেনে নেওয়া যাক এমন পাঁচটি অডিও পডকাস্ট সম্পর্কে।

দ্য মেল রবিন্স পডকাস্ট:

এখানে আপনারা বিভিন্ন আলোচিত এবং মহান ব্যক্তি জীবনীদের ব্যাপারে জানতে পারবেন।এছাড়া আপনারা কিভাবে কাউকে ভালোবাসবেন ,কিভাবে জীবনের লক্ষ্য ঠিক রাখবেন, কিভাবে বন্ধুত্ব করবেন, ইত্যাদি রিয়েল লাইফ সমস্যাগুলির এবং প্রশ্নগুলির সমাধান খুঁজে পাবেন।

টেড টকস ডেইলি:

এখানে বিভিন্ন জনপ্রিয় বা আলোচিত মানুষেরা বিভিন্ন রকম বক্তৃতা দেন। কিভাবে আপনারা খেলাধুলা ভালো করতে পারবেন, কিভাবে আপনার কার্টুন ,শিল্পকলা উন্নত করতে পারবেন এছাড়া জলবায়ু ,স্বাস্থ্য ,পড়াশোনা ,রাজনৈতিক বিষয় ইত্যাদি বিষয়ে অনেকে এখানে বক্তৃতা রাখেন। আপনারা যদি এগুলির রোজ শুনতে পারেন, তাহলে আপনাদের ইংরেজি স্কিল ভালো হবেই।

স্টাফ ইউ শুড নো:

বিভিন্ন টুকরো তথ্য বা মজার বিষয় জানার জন্য এই পডকাস্টটি খুবই উপকারী একটিও পডকাস্ট। প্রায় ৬৬ হাজার মানুষ এখানে রেটিং দিয়েছেন এবং এর রেটিং বর্তমানে 4.5। এখানে আপনারা বিভিন্ন প্রাণী ,মনোবিজ্ঞান ,জলদস্যুদের গল্প এমন অনেক কিছু জানতে পারবেন। এগুলি শুনতে আপনাদের ইন্টারেস্টিং মনে হবে এবং তার সাথে সাথে আপনাদের ইংরেজি দক্ষতাও বাড়বে।

দ্য স্কুল অব গ্রেটনেস:

এখানে আপনারা আপনাদের ব্যক্তিজীবনের বিভিন্ন রকম সমস্যা মোকাবেলার উপায়, ব্যবসার নতুন আইডিয়া, বড় উদ্যোক্তা হওয়ার নানা কৌশল, বিনোদন, বিজ্ঞান ,স্বাস্থ্য ,বিশ্ব বিখ্যাত ব্যক্তিত্বদের জীবনী, নতুন কিছু চিন্তা-ভাবনা, নিজেকে ব্যবসায়ী হিসেবে তুলে ধরার বিভিন্ন রকম টিপস ইত্যাদি শুনতে পারবেন।

টিম ফেরিস শো:

লেখক টিম ফেরিস এই পডকাস্টের সঞ্চালক। এখানে তিনি বিভিন্ন অতিথিদের আমন্ত্রণ করেন এবং তাদের বিভিন্ন প্রশ্ন করেন,তাদের ব্যাপারে জানতে জিজ্ঞেস করেন। এছাড়া বিভিন্ন সেলিব্রিটিরা বর্তমানে কোন কাজে ব্যস্ত ,তারা কি কি কাজ করছেন ইত্যাদি ব্যাপারেও এখানে আলোচনা করা হয়।

Scroll to Top