টেট (TET) পরীক্ষায় বসার জন্য নতুন প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৪ই অক্টোবর অর্থাৎ গতকাল থেকে। কিন্তু এই আবেদনপত্রে (Form Fillup) ঠিক কী কী তথ্যের দরকার এবং আবেদন করার শেষদিন কবে, এসবই আজ জানাবো আমরা!
বিজ্ঞপ্তি অনুযায়ী গতকাল অর্থাৎ ১৪ই অক্টোবর থেকে টেটের (Tet) নতুন প্রার্থীদের আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে বিকেল ৪টে থেকে এবং আবেদনপত্র নেওয়া চলবে নভেম্বরের ৩ তারিখ, রাত ১২ টা অবধি। আবেদন করার জন্য লাগবে কিছু জরুরি কাগজপত্র। সেগুলি হলো-
১. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড (Admit Card of class 10th)
২. উচ্চমাধ্যমিকের মার্কশিট (Marksheet of Higher Secondary)
৩. ডি.এল.এড অথবা বি.এড কোর্সের রেজিস্ট্রেশন নম্বর (Registration Number), মার্কশিট (Marksheet)ও সার্টিফিকেট (Certificate)
৪. আধার কার্ড (Adhaar Card)
৫. এক কপি পোস্টকার্ড সাইজের ফটো (Passport Size Photograph) ও সই (Signature)
৬. মোবাইল নম্বর ও ই-মেল (Phone Number and E-Mail)
৭. হাউস নম্বর (House Number)। (না জানা থাকলে আবেদন করার আগে জেনে তারপর যাবেন। হাউস নম্বর পঞ্চায়েত/ওয়ার্ড কাউন্সিলরের অফিসে পেয়ে যাবেন খোঁজ করলেই।)
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক স্তরের মার্কস দেবার জন্য তিনটে আলাদা ঘর দেওয়া থাকবে। স্নাতক স্তরের প্রার্থীদের শুধুমাত্র স্নাতকের নম্বরটিই দিতে হবে। এই ক্ষেত্রে জেনারেল প্রার্থীদের ৫০ শতাংশ ও সংরক্ষিত প্রার্থীদের ৪৫ শতাংশ নম্বর থাকা আবশ্যিক। সেশন ও বছর অনুযায়ী আলাদা অপশন থাকবে। যাঁরা ফাইনাল ইয়ার পাশ করেছেন, তারা অবশ্যই পাশের সময় অর্থাৎ সাল উল্লেখ করে দেবেন নির্দেশ মতো।
উল্লেখ্য বিষয়, আপনি যেখানেই টেট (TET) দিন না কেন; টেট (TET) পাশ করলে নিয়োগের সময় অবশ্যই আবার আবেদন করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী জেলার স্কুলে জায়গা চেয়ে।
পরীক্ষার আবেদন করতে পারবেন পর্ষদের ওয়েবসাইটে গিয়ে; যেগুলি হলো, www.wbbpe.org
অথবা
https://wbbprimaryeducation.org
তাহলে, আর দেরি কেন? তাড়াতাড়ি করে ফেলুন আবেদন আর সাথে প্রস্তুতি চলুক জোরকদমে! এবার শুধু পরীক্ষা হবার পালা আর তাতে সাফল্য অবশ্যই আসবে। আগামী দিনের অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে।
www.wbbpe.org
অথবা
https://wbbprimaryeducation.org