‘হেলো, রিমেম্বার মি?’ সপ্তাহ খানেক ধরে এমনই এক রহস্যজনক নারী কন্ঠ আনাগোনা করছে নেট দুনিয়া জুড়ে। কখনও বা সামনে থেকে জিজ্ঞেস করছেন, কখনও বা ফোন করে বিভ্রান্ত করছেন অপর প্রান্তের মানুষটিকে। কে এই নারী? আর কাকেই বা ভয় দেখাতে চাইছেন তিনি? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে চলতি মাসের ২১ তারিখ, হইচই ওটিটি প্ল্যাটফর্মের ‘হেলো, রিমেমবার মি’ সিরিজটিতে।
সম্প্রতি মুক্তি পেয়েছে সিরিজটির নিট্রেলার। টানটান উত্তেজনায় ভরপুর তা স্পষ্ট। ইশার চরিত্র, মালিনী একজন গর্ভবতী, এবং পাহাড়ে ঘুরতে গিয়ে হঠাৎ তাঁর সঙ্গে ফের দেখা হয় তাঁর প্রাক্তন ‘প্রেমিকা’ তরী ওরফে পায়েল সরকার অভিনীত চরিত্রের। পায়েল অভিনীত চরিত্রটি চায় ইশার সংসার তছনচ করে দিতে। তরী বারবার আতঙ্কিত করে তোলে মালিনীকে। গর্ভবতী মালিনী আরও অসুস্থ হয়ে পড়ে, তাঁর জীবনে তরীর আকস্মিক আনাগোনায়।
কিন্তু কেন এই প্রতিশোধ স্পৃহা? তাও আবার তাঁর একসময়ের ‘বিশেষ’ বান্ধবীর প্রতি? দেখা যায় মালিনীর স্বামীকে পর্যন্ত তরী অধিকার করে নিতে চায়। কিন্তু কেন? কি তার অভিপ্রায়? কি ঘটেছিল তাঁদের আগে, কি বা হবে এর পরিণতি, তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে আগামী ২১ অক্টোবর পর্যন্ত।