• Please enable News ticker from the theme option Panel to display Post

ভারতে 5G নেটওয়ার্ক পরিষেবার হাল হকিকত।

ভারতে 5G নেটওয়ার্ক পরিষেবার হাল হকিকত।

গত ১লা অক্টোবর দেশের প্রধানমন্ত্রী 5G পরিষেবার (5G Network Service) শুভ উদ্বোধন করেছেন। এরপরই দেশের অন্যতম দুটি টেলিকম সংস্থা এয়ারটেল (Airtel) ও রিলাইয়েন্স জিও (Rileience Jio) প্রধান প্রধান শহরে তাদের পরিষেবা চালু করেছে। এয়ারটেল মোট আটটি শহরে তাদের পরিষেবা শুরু করেছে। অন্যদিকে রিলাইয়েন্স জিও মোট ৪টি প্রধান শহরে এই পরিষেবা শুরু করেছে। জিও আগামী সালের মধ্যেই দেশ জুড়ে এই পরিষেবা চালু করে দেবে। অন্যদিকে এয়ারটেল আগামী ২০২৪ সালের মধ্যে এই পরিষেবা শুরু করবে। তবে ভোডাফোন-আইডিয়া (Vodafone Idea) এখনো এই পরিষেবা শুরু করিনি। জানেন কি? কি এই 5G পরিষেবা এবং বিশ্বের কোন কোন দেশে এই পরিষেবা রয়েছে? আজকের আপনাদের এ নিয়েই তথ্য দেব।

5G পরিষেবা কি? জেনে নিন

পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক হলো 5G। এর স্পীড 4G তুলনায় ১০০ গুন বেশি। যেখানে একটি ১ ঘন্টার ভিডিও ডাউনলোড করতে সময় লাগবে মাত্র ২ সেকেন্ড। সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যাবসায়িকদের দারুণ কাজ দেবে এটি। এর মধ্যে দিয়ে দেশের শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার বেশ উন্নতি ঘটবে। এই নেটওর্য়াক শিল্প ক্ষেত্রে বিপ্লব ঘটাবে এবং আপনার ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা আরও সচ্ছল করে তুলবে।

ভারত সহ বিশ্বের কোন কোন দেশে এই পরিষেবা রয়েছে? জেনে নিন

বর্তমানে ভারতের মোট 9টি শহরে 5G পরিষেবা শুরু হয়েছে। এর মধ্যে এয়ারটেল দিল্লি, বারাণসী, নাগপুর, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, মুম্বই, চেন্নাই এবং শিলিগুড়িতে এই পরিষেবা শুরু করেছে। অন্যদিকে জিও দিল্লি সহ কলকাতা, মুম্বাই ও বারাণসীতে 5G পরিষেবা শুরু করেছে। আগামী দিনে গুলিতে সংখ্যাটা আরো বাড়বে। দু এক বছরের মধ্যে সমগ্র দেশে এই পরিষেবা শুরু হয়ে যাবে। আগামী ২০২৫ সালের মধ্যে সমগ্র বিশ্বে প্রায় ৩৬০ মিলিয়ন মানুষ 5G নেটওয়ার্ক ব্যাবহার করবেন। ২০২৭ এ তা বেড়ে দাঁড়াবে ৪৪০ কোটি। সমগ্র বিশ্বে প্রায় ১০২ টি দেশে ইতিমধ্যে এই পরিষেবা চালু হয়েছে। আগামী দিনে বাকি দেশ গুলিতেও এই পরিষেবা চালু হতে চলেছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *