Kaushiki Amavasya 2023 Special Train: তারাপীঠের ভক্তদের জন্য কৌশিকী অমাবস্যায় ছয়টি স্পেশাল ট্রেন। সময়সূচি সহ বিস্তারিত জেনে নিন।

তারা মায়ের পুজোর বিশেষ দিন হলো কৌশিকী অমাবস্যা। এই দিন প্রচুর মানুষ দুর দূরান্ত থেকে তারাপীঠে যান। এই পুজো উপলক্ষ্যে বসে বিরাট মেলা। ফলস্বরূপ সেইসময় তারাপীঠগামী ট্রেনের টিকিটের হাহাকার পড়ে যায়। সেই বিষয়টির গুরুত্ব বুঝে এই উৎসব উপলক্ষ্যে তিনদিন ধরে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। ট্রেনগুলো চলবে হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত। রামপুরহাটে নেমে অটো করে তারাপীঠ মন্দিরে পৌঁছানো যাবে ।

কবে এই স্পেশাল ট্রেন চলবে?
সূত্র মারফত জানা গেছে যে, কৌশিকী অমাবস্যায় অর্থাৎ ১৪ সেপ্টেম্বর – বৃহস্পতিবার থেকে শুরু করে এই স্পেশাল ট্রেন চলবে আগামী ১৫ সেপ্টেম্বর – শুক্রবার এবং ১৬ সেপ্টেম্বর -শনিবার পর্যন্ত। তিনদিনই হাওড়া থেকে ট্রেন ছাড়বে। যাবে রামপুরহাট পর্যন্ত। তারপর রামপুরহাট থেকে হাওড়ায় ফিরে আসবে।

হাওড়া-রামপুরহাট-হাওড়া স্পেশাল ট্রেনের সময়সূচি:
ট্রেন ছাড়বে:
ভোর ৫ টা ৪৫ মিনিট।
রামপুরহাটে ট্রেন পৌঁছাবে:
সকাল ৯ টা ৫০ মিনিট।

রামপুরহাট থেকে ফেরার সময় ট্রেন ছাড়বে:
সকাল ১১ টা ৬ মিনিট।
ট্রেন হাওড়ায় পৌঁছাবে:
দুপুর ৩ টে ৫ মিনিট।

ট্রেন কোথায় কোথায় স্টপেজ দেবে?
উভয় ক্ষেত্রেই যাত্রাপথে শেওড়াফুলি, ব্যান্ডেল, বর্ধমান জংশন, গুসকরা, বোলপুর শান্তিনিকেতন এবং সাইঁথিয়ায় ট্রেনের স্টপেজ দেওয়া হবে।

প্রসঙ্গত জানিয়ে রাখি যে এই স্পেশাল ট্রেনগুলিতে অসংরক্ষিত অর্থাৎ General কামরা থাকবে। তাই আগে থেকে টিকিট কেটে রাখার কোনো প্রয়োজন পড়বে না। এই তিনদিনই জেনারেল কোচ থাকবে বলে পূর্ব রেলের জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *