গতকাল, অর্থাৎ ১২ সেপ্টেম্বর চক্রবর্তী পরিবার জুড়ে ছিল খুশি তথা ব্যস্ততার আমেজ। চারিদিকে সাজো সাজো রবের তোড়জোড়। কারণ, বাড়ির সবচেয়ে কনিষ্ঠ সদস্যের জন্মদিন বলে কথা! এক নয়, দুই নয়, তিন বছরের জন্মদিন! রাজ-পুত্র তিনি, তাঁর জন্মদিন রাজকীয় না হলে হয়! কোনও রকম যেন ত্রুটি না থাকে! আসলে কথা হচ্ছে, বাংলা ছবির অন্যতম ভিত, রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির পুত্র, ইউভান চক্রবর্তীকে নিয়ে। ঠিক তিনটি বছর আগে, শুভশ্রীর কোল আলো করে জন্ম নেন রাজের ‘সিম্বা’।
সাল ২০২০, তখন ছিল অতিমারির দাপট। গোটা দুনিয়া ভয়ে জবুথবু। তারই মাঝে সুখবর দেন চক্রবর্তী দম্পতি। নতুন অতিথি আসার সংবাদে, আনন্দে ভরে ওঠে সামাজিক মাধ্যম। যথা সময়ে জন্ম হয় ইউভানের। কিন্তু তার আগের পরিস্থিতি ছিল তাঁর পরিবারের পক্ষে ভীষণই দুঃসহ! ছোট্ট এই রাজ-পুত্রের জন্মের আগেই কোভিডে পিতৃহারা হন রাজ। সঙ্গে তিনিও আক্রান্ত হন অতিমারিতে। তাই এই ভাঙাচোরা পারিপার্শ্বিকতার মধ্যে যেন, ইউভানই নিয়ে আসেন এক নতুন সূচনার আহ্বান।
গতকাল জমিয়ে পালন করা হল এই একরত্তির জন্মদিন। জন্মদিনের ‘থিম’ ছিল ‘ব্যাট ম্যান’। যদিও এই রাজকীয় আয়োজনে ইউভানকে শুভেচ্ছা জানাতে ব্যাট ম্যানের সঙ্গে সামিল হয়েছিলেন ক্যাপ্টেন আমেরিকা থেকে স্পাইডার ম্যান, হাল্ক সকলেই। ইউভান এবং তাঁর ক্ষুদে সুপারহিরো-প্রেমী বন্ধুরা সকলেই মেতে উঠেছিলেন তাঁদের সঙ্গে। যাঁদের পর্দায় দেখে তাঁরা অভ্যস্ত, তাঁদের সামনে পেয়ে যারপরনাই খুশির অন্ত ছিল না ইউভান এবং তাঁর বন্ধু মহলের। একসঙ্গে নেচে ফ্লোর মাতিয়ে রাখা থেকে কেক কাটা, এমনকী স্পাইডার ম্যানের সঙ্গে তাঁর ভঙ্গিতে ছবি তোলার মত মুহূর্তই বুঝিয়ে দেয়, বাচ্চাদের উচ্ছ্বাস ঠিক কতটা তুঙ্গে ছিল।
ইউভানের জন্মদিনের এই রাজকীয় আমেজের মুহূর্ত, অনুগামীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন রাজ এবং শুভশ্রী। অভিনেত্রী শ্রাবন্তি চ্যাটার্জী থেকে কৌশানি মুখার্জী, গায়িকা জুন ব্যানার্জী প্রমুখ শিল্পীর শুভেচ্ছা এবং ভালোবাসায় ভরে উঠেছে ছোট্ট ইউভানের দিনটি। অভিনেত্রী পূজা ব্যানার্জী পাঠিয়েছেন উপহারও। সেই মুহূর্তও ভাগ করে নিতে ভোলেননি রাজের ‘পরিণীতা’ শুভশ্রী।