প্রাথমিকে চাকরির জন্য অর্থাৎ টেটের (Tet) জন্য ডি.এল.এড (D.El.Ed) বাধ্যতামূলক! সম্প্রতি প্রাথমিকে নিয়োগের জন্য টেটের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। মোট ১১ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে। দীর্ঘ পাঁচবছর পরে টেটের বিজ্ঞপ্তি প্রকাশ করলো পর্ষদ। শুধুমাত্র প্রশিক্ষণপ্রাপ্ত অথবা চূড়ান্তবর্ষের প্রার্থীরাই পরীক্ষায় বসার সুযোগ পাবেন। প্রাথমিকের পরীক্ষা অর্থাৎ টেটে বসতে গেলে ডি.এল.এড (D.El.Ed) অথবা বি.এড (B.Ed) কোর্সের প্রশিক্ষণ বাধ্যতামূলক। আজ আমরা ডি.এল.এড সম্পর্কে সমস্ত খুঁটিনাটি জানাবো আপনাদের।
ডি.এল.এড (D.El.Ed) হলো প্রাথমিক স্কুলে চাকরিপ্রার্থীদের জন্য একটি দু’বছরের ডিপ্লোমা কোর্স (Diploma Course)। এটি একটি ৪ টি সেমিস্টারযুক্ত (Semester) কোর্স যাতে ছাত্র-ছাত্রীদের প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা হবার জন্য যথাযথ প্রশিক্ষণ (Training) দেওয়া হয়। এতে যথাক্রমে শিশু বিকাশের নীতি, শিশুমনের অনুভূতি, শিক্ষার অনুশীলন , শিক্ষার্থীদের গড়ে ওঠার নেপথ্যে শিক্ষকের ভূমিকা ইত্যাদি নানা বিষয় রয়েছে। ডি.এল.এড কোর্সটি শেষ করার পর কেন্দ্রীয় সি.টেট (CTet) অথবা রাজ্যের টেট (Tet) পরীক্ষায় অংশ নেওয়া যায়।
এই কোর্সে ভর্তি হলে গেলে অবশ্যই হতে হবে ভারতীয় নাগরিক। প্রার্থীদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে। এই ক্ষেত্রে ওবিসি (OBC), এসসি (SC), এসটি (ST), শরীরিক ভাবে অক্ষম (Physically Disabled) হলে ৫ শতাংশ ছাড় দেওয়া হয়। যে প্রার্থীরা বাংলা, উর্দু, নেপালি, সাঁওতালি ইত্যাদি কোনো বিষয়ে ভর্তি হতে চায়, সেই ক্ষেত্রে প্রার্থীর উচ্চমাধ্যমিক স্তরে সেই বিষয়টি থাকা আবশ্যিক। ইংরেজি ভাষাটি দ্বিতীয় বা অন্য ভাষা হিসেবে থাকতেই হবে।
জেনারেল ক্যাট্যাগরির (General Category) প্রার্থীদের এই কোর্সে ভর্তি হতে গেলে সর্বোচ্চ বয়সসীমা ৪০ ও অন্যান্য ক্যাট্যাগরির হলেও বয়সসীমা ৩৮ বছরের বেশি হওয়া চলবে না।
এই কোর্সে মূলত শিক্ষকতার বিভিন্ন কৌশল, বিভিন্ন দর্শন-ত্বাত্তিক বিষয়, শিশুদের মানসিকতা, ইংরেজি ভাষার পেডাগোগি (Pedagogy), গাইডেন্স ও কাউন্সেলিং (Guidance and Counselling), চারুকলা ও শিক্ষা প্রভৃতি বিভিন্ন বিষয়ে জ্ঞান প্রদান করা হয়।
ডি.এল.এড (D.El.Ed) কোর্সটি করে প্রাথমিক শিক্ষক, সহকারী শিক্ষক, এডুকেশন কোঅর্ডিনেটর (Education Coordinator) পদে বিভিন্ন উচ্চমাধ্যমিক স্কুলে, নার্সারি স্কুলে এবং বিভিন্ন কোচিং সেন্টারে পড়াতে পারেন।
এই ছোটবড়ো জিনিসগুলি মাথায় রেখে তবেই ভর্তি হবেন এই কোর্সে ও ভালোভাবে টেট (Tet) পরীক্ষায় পাশ করে শিক্ষক হবেন।