আসন্ন টেট (TET) পরীক্ষায় কোন কোন বই পড়লে ফার্স্ট আটেম্পটেই (First Attempt) ভালোভাবে উর্ত্তীর্ণ হওয়া সম্ভব হবে!

আসন্ন টেট (TET) পরীক্ষায় কোন কোন বই পড়া যেতে পারে? কোন বই সবথেকে ভালো? কোন বই পড়লে ফার্স্ট আটেম্পটেই (First Attempt) ভালোভাবে উর্ত্তীর্ণ হওয়া সম্ভব হবে! জানুন বিশদে….

টেট (TET) অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট (Teacher Eligibility Test) আসন্ন। হাতে আর মাত্র দু’মাস মতো সময়। সবার এখন জিজ্ঞাস্য যে কোন বই পড়া উচিত? কোন বই পড়লে টেট (TET) পরীক্ষায় পাশ করা যাবে সহজেই? আমরা তাই আপনাদের জন্য আজ নিয়ে এসেছি আমাদের মতে কিছু ভালো বইয়ের হদিশ। নীচে রইলো লিস্ট-


১. দিশা প্রাইমারী টেট ফাইটার, দিশা প্রকাশনী (Disha Primary Tet Fighter, Disha Prakashani)


২. টিচার এলিজিবিলিটি টেস্ট গেট সাকসেস ইন ফার্স্ট আটেম্পট, আর.এ পাবলিশিং হাউস (Teacher Eligibility Test Get Success in First Attempt, R.A Publishing House)


৩. চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগোজি সিটেট এন্ড টেট চাইল্ড ডেভেলপমেন্ট পেপার । এন্ড ।।, আরিহান্ট পাবলিকেশন (Child Development and Pedagogy Ctet and Tet Child Development Paper । and ।।, Arihant Publication)


৪. ম্যাথেম্যাটিকস্ এন্ড পেডাগোজি ফর ক্লাস ওয়ান টু ফাইভ, আরিহান্ট পাবলিকেশন (Mathematics and Pedagogy for Class 1 to 5, Arihant Publication)


৫. প্রাইমারী টেট সাজেস্টিভ প্রাকটিস সেট, ড. মৌসম মজুমদার (Primary Tet Suggestive Practice Set, Dr. Mousom Majumder)


৬. টিচার এলিজিবিলিটি টেস্ট গেট সাকসেস ইন ফার্স্ট আটেম্পট (VI-VIII) (Teacher Eligibility Test Get Success in First Attempt (VI-VIII)


৭. কে.ভি.এস প্রাইমারী টিচারস্ রিক্রুটমেন্ট এক্সাম, আর.গুপ্তা (K.V.S Primary Teachers Recruitment Exam, R. Gupta)


উপরোক্ত সমস্ত বই ভীষণই ভালো ও খুবই টু দ্য পয়েন্ট (To The Point)। এগুলো পড়লে আশা করছি ফার্স্ট আটেম্পটেই (First Attempt) পাশ করা সম্ভব হবে। আসন্ন টেট (TET) পরীক্ষায় আপনাদের সবার আশানুরূপ ফল যেন হয় সেই জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা! আপনাদের সকলকে জানাই অল দ‍্য বেস্ট (All The Best)!

Scroll to Top