‘বিদায় দেওয়ার আগে মা তোর গাল দু’খানি ছুঁই, আসছে বছর এই শরতে,আবার আসিস তুই..’ পুজো আসবে আসবে, এটাই যেন বাঙালির মনের ওষুধ! কিন্তু পুজো একবার এলে, চোখের নিমেষে কেটে যায় চারদিন! পরবর্তী বছরের জন্য এই চারদিন ভরপুর প্রাণবায়ু নিয়ে শুরু হয়ে প্রতীক্ষা। আর ‘এই পথ চাওয়াতেই’ বাঙালি পায় বাঁচার রসদ। এই বিষাদলগ্নে একটু দুঃখ ভুলতে, বাঙালি মেতে ওঠেন সিঁদুর খেলায়!
টলিউডেও দেখা গেল সিঁদুর খেলার বিশেষ ঝলক। সেই কিছু মুহূর্তের সাক্ষী আপনাদেরও করতে চলেছি এবার।
দেবলীনা কুমার এবং গৌরব চ্যাটার্জী – টলিউডের এই দম্পতি দুজনেই বেশ নিজের জমি পোক্ত করে রেখেছেন। বছর খানেক হল এই দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। পরিবারের সঙ্গে তাঁরা তাঁদের সিঁদুর খেলার মুহূর্তের সাক্ষী করেছেন অনুগামীদের।
নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা – “টক অফ দা টাউন”, জনপ্রিয় ‘ত্রিনীল’ জুটিও তাঁদের হাসিখুশি সিঁদুর খেলার মুহুর্ত ভাগ করে নিয়েছেন নেটিজেনদের সঙ্গে।
শুভশ্রী গাঙ্গুলী – দশমী মানেই বাঙালি যে গানে নেচে ওঠেন, সেই ‘ঢাকের তালে’ সামিল হয়েছেন স্বয়ং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। ছোট্ট ইউভানকে সঙ্গে করে তাঁর রাঙা হাসির ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন। পরিবারের সঙ্গেও তাঁকে মেতে উঠতে দেখা গেছে।
কোয়েল মল্লিক – কলকাতার মল্লিক বাড়ির পুজো প্রসিদ্ধ। আর সেই মল্লিক বাড়ির নয়নের মনি কোয়েল মল্লিক। মায়ের বিদায় লগ্নে পরিবারের সঙ্গে যেমন সিঁদুর খেলেছেন, তেমনই তাঁর বাবা রঞ্জিত মল্লিক এবং স্বামী নিসপাল সিংহ রানের হাত ধরে প্রতিমা নিরঞ্জন করতে গেছেন। এই মুহূর্তগুলি অনুগামীরা দেখে যারপরনাই আবেগতাড়িত হয়ে পড়েছেন।
ঋতুপর্ণা সেনগুপ্ত – শারদ উৎসবের ‘বেলাশেষে’র মুহুর্ত প্রিয় ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ভোলেননি ঋতুপর্ণা। তাঁরও রাঙা হাসির মুহুর্ত অনুগামীদের মনে ধরেছে।
Image Source: Instagram