রিলায়েন্স জিও(Reliance Jio) ভারতের এক নম্বর টেলিকম অপারেটর সংস্থা। জিও গ্রাহকদের কথা মাথায় রেখে অন্যান্য টেলিকম সংস্থা গুলির থেকে খুবই সাশ্রয়ী মূল্যে রিচার্জ প্ল্যান (Recharge Plan) অফার করে থাকে। সম্প্রতি এমনি এক সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান বাজারে আনলো এই সংস্থা। প্ল্যানটি ৭৫০ টাকা মূল্যের প্রিপেড রিচার্জ প্ল্যান (750 Rupees Prepaid Recharge Plan)।
এ বছর দেশ জুড়ে পালিত হলো দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস (India’s 75th Independence Day)। সেই উপলক্ষে জিও গ্রাহকদের জন্য ৭৫০ টাকার নতুন প্রিপেড রিচার্জ প্ল্যানটি আনলো। প্রসঙ্গত, গত ২০২১ সালে রিচার্জের দাম বৃদ্ধির পর জিও ৭১৯ টাকার প্ল্যানটি প্রথম এনেছিল। এই দুটি প্ল্যানের মধ্যে মাত্র ৩১ টাকার পার্থক্য কিন্তু নতুন প্ল্যানে গ্রাহকেরা অনেক সুবিধা পাবেন।
750 টাকার নতুন প্ল্যানে কী কী সুবিধা পাচ্ছেন
জিওর নয়া প্রিপেইড প্ল্যানটি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। এই প্ল্যানে
দৈনিক ২ GB ডেটা পেয়ে যাবেন। প্ল্যানটি ৯০ দিন বৈধ থাকবে, অর্থাৎ মোট ১৮০ GB ডেটা আপনি পেয়ে যাচ্ছেন। এর সাথে থাকছে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা। থাকছে দৈনিক ১০০টি এসএমএসের সুবিধা। এছাড়া জিওসাভন, জিওসিনেমা থেকে শুরু করে সমস্ত জিও অ্যাপসের কমপ্লিমেন্টারি অ্যাক্সেস পেয়ে যাবেন জিওর নতুন ৭৫০ টাকার প্ল্যানে।
৭৫০ ছাড়াও রয়েছে আরও একটি প্রিপেড রিচার্জ প্ল্যান, বিস্তারিত জেনেনিন
রিলায়েন্স জিও-নতুন ৭৫০ প্রিপেড রিচার্জ প্ল্যান( Reliance Jio New 750 Prepaid Recharge Plan) ছাড়াও আরেকটি রিচার্জ প্ল্যান এনেছে। এই প্ল্যানটি নিতে হলে আপনাকে ২৯৯৯ টাকা খরচ করতে হবে। প্ল্যানটির বৈধতা ৩৬৫ দিন। এতে দৈনিক ২GB ডেটার সঙ্গে অতিরিক্ত ৭৫ GB ডেটা ব্যাবহার করার সুবিধা পাবেন। এছাড়া ইক্সিগো ও নেটমেডস কুপনে মিলবে ৭৫০ টাকা ছাড় পাবেন। অন্যদিকে ই-কমার্স প্ল্যাটফর্মে কেন কাটা করলেও ৭৫০ টাকার ছাড় পেয়ে যাবেন।
জিও-র অন্যান্য রিচার্জ প্ল্যান
এই দুটো প্ল্যান ছাড়াও রিলায়েন্স জিও-র ঝুলিতে রয়েছে আরো একাধিক প্ল্যান। যেগুলিও দৈনিক ২GB করে ডেটা অফার করে থাকে। এই প্ল্যানগুলি ২৪৮ টাকা, ২৯৯ টাকা, ৫৩৩ টাকা, ৭১৮ টাকা, ৭৯৯ টাকা, ১০৬৬ টাকা এবং ২৮৭৪ টাকা মূল্যের।