স্মার্টফোন বাজারে অত্যন্ত পরিচিত ব্র্যান্ড হলো পোকো(Poco)। ২০১৮ সালের আগস্ট মাসে সামিও কোম্পানির সাব-ব্র্যান্ড হিসাবে স্বাধীন ভাবে বাজারে আত্মপ্রকাশ করে পোকো ব্র্যান্ড। এখনো পর্যন্ত ১৫ টির ও বেশি মডেল ভারতীয় বাজারে উপলব্ধ রয়েছে। এবার আরও একটি স্মার্টফোন, বাজারে লঞ্চ করলো এই সংস্থা। আজই অফিসিয়াল ভাবে লঞ্চ হয়ে গেল নতুন মডেলের স্মার্টফোন পোকো এম ৫ (Poco M5)। দুর্দান্ত ও আকর্ষণীয় ফিচার্সের সঙ্গে মিলবে ফোনটি। এই প্রতিবেদনে ফোনটির ফিচার্স ও দাম নিয়ে আলোচনা করবো। চলুন বিস্তারিত জেনে নিন।
অনেক দিন ধরেই খবরে সোনা যাচ্ছিল, পোকো তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করবে। ফোনটি বেশ কিছু দিন ধরে খবরের শিরোনামে ছিল। অবশেষে পোকো সংস্থা ভারতীয় বাজারে তাদের নতুন হ্যান্ডসেট পোকো এম ৫ লঞ্চ করলো (New Handset Poco M5 Launched)। বিকাল ৫.৩০ নাগাদ লঞ্চ হলো ফোনটি। আজ সকালে ফোনের লঞ্চ সম্পর্কে একটি খরব, সংস্থার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের মাধমে প্রকাশ করা হয়েছিল। প্রসঙ্গত, পোকো এম ৪ (Poco M 4) এর একটি আপগ্রেড করে নতুন মডেলের এই স্মার্টফোনটি বাজারে আনা হলো। গ্রহকেরা আকর্ষণীয় ফিচার্সের সঙ্গে ফোনটি পেয়ে যাবেন। ফোনটিতে কি কি ফিচার্স থাকবে, তা এক নজরে জেনে নিন।
১) পোকো এম ৫ স্মার্টফোনটি ৬.৫৮ ইঞ্চি IPS LCD FHD+ সহ গরিলা গ্লাস ডিসপ্লে (Display) বিশিষ্ট। যার রিফ্রেশ রেট ৯০ Hz।
২) ফোনটিতে রয়েছে ৫০০০ mAh ব্যাটারি ক্যাপাসিটি (Battery Capacity) এবং ৩৩W ফাস্ট চার্জিং সাপোর্টেড।
৩) অন্যদিকে ফোনটিতে ট্রিপল ক্যামেরা(Tripal Real Camera) সেটআপ দেওয়া হয়েছে, যেখানে ৬৪ এমপি প্রাথমিক ক্যামেরা, ৮ এমপি আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ২ এমপি ম্যাক্রো ক্যামেরা লাগানো হয়েছে। ব্যাক ক্যামেরা ৪K ভিডিও রেকডিং সার্পোটেড। এছাড়া ফ্রন্ট ক্যামেরাতে ১৩ এমপি ওয়াইড এঙ্গেল লেন্স ব্যাবহার করা হয়েছে, যা সেলফি ও ভিডিও কলের জন্য উপযুক্ত।
৪) ৬GB র্যাম (Ram) বিশিষ্ট ফোনটিতে মিডিয়া টেক হেলিও জি৯৯ প্রসেসর ব্যাবহৃত হয়েছে এবং MIUI 13 এর সাথে Android 12 OS ভার্সান (Version) দ্বারা ফোনটি চালিত হবে। এছাড়া ফোনটিতে একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে।
৫) পোকো এম ৫ ফোনটি তিনটি রঙে মিলবে, যথা কালো, হলুদ এবং সবুজ। ডুয়াল সিম, 4G VoLTE, Wi-Fi 6, Bluetooth 5.0, একটি USB Type-C পোর্ট এবং ৩.৫ mm হেডফোন জ্যাকের মতো ফিচার দেওয়া হয়েছে ফোনে।
খবর অনুযায়ী খুবই কম বাজাতে ভালো মডেলের স্মার্টফোন হবে এটি। ভারতীয় বাজারে ফোনের দাম শুরু হবে প্রায় ১৫,০০০ টাকা থেকে। যেখানে ফোনটি দুটি ভ্যারিয়্যান্টৈ (Two Variant) পাওয়া যাবে। ৪GB RAM ও ৬৪GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম হবে ১৫০০০ টাকা এবং ৪GB RAM ও ১২৮GB স্টোরেজ মডেলের দাম হবে ১৬,৬০০ টাকা।