সবচেয়ে কাছের বন্ধুর দিন নিয়ে বিশেষ কিছু কথা

তাঁরা মুখে হয়ত কথা বলতে পারে না। কিন্তু তা বলে তাঁদের কোনও ভাষা নেই, এমনটা ভাবা ভুল। ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা, মমতা নিয়ে ভরে থাকে তাঁদের জীবন। তাঁদের চাওয়া বলতে, আপনার উষ্ণ আলিঙ্গন। খাওয়া বলতে, আপনার উচ্ছিষ্টটুকুই। তাতেই তাঁরা সুখী! কাদের কথা বলছি? এখনও বোঝেননি? বলছি, আমাদের সবচেয়ে কাছের বন্ধুর কথা! অবশ্য তাঁদের ‘বন্ধু’ হিসেবে খুব কমজনই আমরা ভাবতে পারি। কিন্তু ওঁর সবাইকেই নিজের করে দেখে।

ওঁরা অবলা। ওঁরা সারমেয়। এই স্বল্প জীবনে ওঁরা আসে আমাদের জন্য এক আকাশ ভালো থাকা নিয়ে। একাকীত্বে সঙ্গী হয়ে ওঠা থেকে, বাড়ির ছোট বাচ্চাটির মা হয়ে ওঠায় ওঁদের জুড়ি মেলা বড্ড ভার। ২৬ অগাস্ট বিশ্ব সারমেয় দিবস। ২০০৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পশু বিশেষজ্ঞ কলেন পেইগের পরিবার দত্তক নেন ‘সেলটি’ কে। দিনটি ছিল ২৬ অগাস্ট। তাঁদের মত পশুপ্রেমী মানুষই এরপর থেকে সেলটির জন্মদিন হিসেবে এই দিনটিতে সেলটির মত প্রাণীদের দিন হিসেবে উদযাপন করেন।

জানেন, একটি সারমেয় আপনাকে কত দিক থেকে ভালো রাখতে পারে?

আসুন, সেই কথাই জেনে নেওয়া যাক।

সারমেয় বলতেই প্রথমে যে শব্দটি মাথায় আসে, তা হল ‘বন্ধু’। আজকাল মনুষ্য প্রজাতি বড় অসহিষ্ণু এবং স্বার্থপর হয়ে উঠেছে। স্বার্থ ছাড়া তাঁরা এক পা এগোন না। সেখানে একটি সারমেয়র প্রতি আপনি একবার ভালোবাসা প্রদর্শন করলেই সে আপনার চিরকালের বন্ধু হয়ে থাকবে। আপনাকে বিপদে আপদে তাঁর সাধ্য মত সঙ্গ দেবে। কক্ষণো আপনাকে অসহায় হতে দেবে না।

বন্ধুর সঙ্গেই আরও একটি শব্দ অনুষঙ্গ হিসেবে জুড়ে রয়েছে। তা হল ‘বিশ্বাস’। সারমেয়র মত বিশ্বাসযোগ্য প্রাণী খুব কম হয়। আপনার অনুপস্থিতিতে আপনার বাড়িকে নিরাপদে রাখে একটি অবলা প্রাণী।

নিজের জীবন বাজি রেখে, শেষ বিন্দু পর্যন্ত ওঁরা প্রভুর জন্য লড়ে যায়।

এমনকী একাকীত্ব, অবসাদ, হীনমন্যতা থেকে রেহাই পাওয়ার জন্য অনেক ক্ষেত্রে বিশেষজ্ঞরা বাড়িতে একটি করে সারমেয় রাখতে বলেন। ওঁদের সঙ্গে সময় কাটাতে কাটাতে কখন আপনি জীবনে ফের বাঁচার সংজ্ঞা খুঁজে পাবেন, নিজেই টের পাবেন না।

সারমেয়দের সদা প্রাণবন্ত থাকার প্রকৃতি আমাদের জীবনমুখী করে তোলে।

তাই, ওঁদের ওপর বিরক্ত হবেন না। রাস্তায় কোনও অবলা আপনার কাছে এলে, একটি বিস্কুটের টুকরো ওঁকে দিন। তারপর দেখবেন, ভালোবাসার সংজ্ঞা কী! ওঁদের মত বন্ধু সবাই পাক। ভালো থাকুক পাড়ার লালু, ভুলু থেকে শুরু করে বাড়ির টমি, জ্যাক, লিওরা..

Scroll to Top