৫০০ টাকার কম টাকা লেনদেন করেন? ফোনপে, গুগলপে-র নিয়মে পরিবর্তন।

ছোট থেকে বড় ব্যবসায়ীরা, রাস্তার পাশে ফুটপাতের দোকান, এমনকি অন্যান্য ছোট বড় দোকানেও বর্তমানে ইউপিআইআর সুবিধা উপলব্ধ রয়েছে। লেনদেনের ক্ষেত্রে UPI এর জনপ্রিয়তা বর্তমানে শীর্ষে। এবার সাধারণ জনগণকে আরো সুবিধা দিতে উদ্যোগী হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এমন অবস্থায় আপনি যদি ৫০০ টাকার কম লেনদেন করে থাকেন, তাহলে আপনার জন্যও রয়েছে একটি খুশির খবর।

সাম্প্রতিক ভারতের Reserve Bank of India এর তরফ থেকে ইউপিআই লাইট এর মাধ্যমে টাকা লেনদেনের ক্ষেত্রে পেমেন্টের সীমা বাড়ানো হয়েছে। তাছাড়া ইন্টারনেট ছাড়াও আপনারা টাকা পাঠাতে পারবেন। এতদিন পর্যন্ত ইউপিআই লাইটের মাধ্যমে টাকা পাঠানোর সর্বোচ্চ সীমা ছিল ২০০ টাকা। এই সীমা বাড়িয়ে বর্তমানে ৫০০ টাকা করা হয়েছে। অর্থাৎ এবার থেকে আপনারা ইউপিআই লাইটের মাধ্যমে সর্বোচ্চ 500 টাকা লেনদেন করতে পারবেন।

২০২২ সালে প্রথম অফলাইন ইউপিআই লাইট চালু করা হয়েছিল, যাতে করে ইন্টারনেট কানেকশন না থাকলেও সাধারণ মানুষ যেন ইউপিআই এর মাধ্যমে টাকা লেনদেন করতে পারেন। তবে এতদিন পর্যন্ত ইউপিআই লাইটের মাধ্যমে একবারে ২০০ টাকা পর্যন্ত লেনদেন করা যাচ্ছিল, এবার থেকে আপনারা ৫০০ টাকা লেনদেন করতে পারবেন ইউপিআই লাইট এর মাধ্যমে।

ইন্টারনেট শেষ হয়ে গেলে বা কোন রকম ভাবে নেট কানেকশন হলে পেমেন্টের সুবিধা পাওয়া যায় ইউপিআই লাইটার মাধ্যমে তাই আপনাকে কখনোই অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়তে হবে না টাকা লেনদেন করার ক্ষেত্রে। নির্দিষ্ট একটি সীমা পর্যন্ত লেনদেন করা যায় বলে ইউপিআই লাইটের মাধ্যমে প্রতারণা হবার চান্স খুবই কম। UPI LITE দিয়ে টাকা পেমেন্ট করার সময় গ্রাহককে তার পিন নাম্বার দেওয়ার দরকার হয় না। পিন ছাড়াই টাকা ট্রান্সফার করা যায়।

ভারতে ইউপিআই ব্যবহারকারীদের ডিজিটাল লেনদেন যাতে আরো সহজ হয়, তার জন্য উদ্যোগী হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আশা করা যাচ্ছে যে, আগামী দিনে এই পরিষেবা আরো উন্নত হবে এবং আরও বেশি সংখ্যক মানুষ UPI LITE ব্যবহার করবেন।

Scroll to Top